0
Walton কয়েক দিনের মধ্যে অনেক গুলো নতুন নতুন মোবাইল এনেছে বাজারে । আজকে walton এবার আরও একটি নতুন ফোন ঘোষণা করেছে । Walton অনেক ক্রেতা হারিয়েছিল রেম কম থাকার কারণে । walton এর অনেক গুলো ফোন এ সব কিছু ঠিক ছিল কিন্তু রেম টা কম থাকত । অনেক মানুষ এই ব্যাপারে অভিযোগ জানালে walton এই ব্যাপারে বিবেচনা করে নতুন মোবাইল টি তে ১ জিবি রেম দিয়েছে । আশা করা যাচ্ছে এই মোবাইল টি বাজারে বাজীমাত করবে ।
 Walton Walpad 8B Full Specifications, Reviews, Features and Price
অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড ৪.২.২ জেলি বিন ।
১.২ quad কোর প্রসেসর ।
রেম ঃ ১ জিবি
রোম অথবা ইন্টারনাল মেমোরি ঃ ৮ জিবি
external মেমোরি ঃ Up to 32 GB
৩জি ; ইয়েস । এটি তে ৩ জি ইন্টারনেট স্পীড সাপোর্ট করবে ।
৪ জি ঃ নো । হুম এটিতে ৪ জি সাপোর্ট করবে না । অবশ্যই এটা আমাদের দরকার ও হবে না এত তাড়াতাড়ি ।
Primaryঃ ৫ মেগা পিক্সেল .
Secondaryঃ ১.৩ মেগা পিক্সেল
এটি ফেব্রুয়ারি তে মার্কেট গুলো তে আসবে বলে ধারনা করা হচ্ছে । আমার মনে হয় এটির সব চেয়ে বড় ফিচার হল ১ জিবি রেম ।
এটির সঙ্গে নিচের অ্যাপ গুলো থাকবে ঃ
Facebook
Android Market(Play Store)
Office suite ইত্যাদি ।
আজ এই পর্যন্তই আগামীতে আরও কিছু নিয়ে টিউন করতে পারব ইনশাল্লাহ । ইচ্ছা করলে আমার Free Android Apps সাইট টি ঘুরে আসতে পারেন অথবা এই পেজ টি লাইক দিতে পারেন । ধন্যবাদ সবাইকে ।

YOUR NAMEAbout Me
আসসালামু আলাইকুম। নবীন বাংলা ব্লগ সাইটে ভিজিট করার জন্য আপনাকে স্বাগতম। আসলে এই ব্লগ সাইটটি সম্পূর্ণ ব্যক্তিগত। এবং আমি এই সাইটের এডমিন, মূলত ব্লগিং প্রাকটিস এবং মুক্ত জ্ঞাণ চর্চার জন্যই এই সাইটটি ওপেন করেছি। আমার সাইটের পোস্টগুলো অন্যান্য সুনাম খ্যাত ব্লগ সাইটে সমূহে পাবলিশ করে থাকি তথারুপ টেকটিউন্স, টিউনারপেইজ। ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকব নবীন বাংলা ব্লগে লেখালেখি করার চেষ্টা অব্যাহত থাকবে। এখানে অন্যান্য লেখকদের বাছাই করা পোস্টগুলো পাবলিশ করা হয়। এবং ইচ্ছা করলে আপনিও এই ব্লগের অতিথি লেখক হিসাবে শুরু করতে পারেন।পরিশেষে আমার সাইট কিংবা প্রকাশিত লেখা সম্পর্কে কোন আপনাদের অভিযোগ, মতামত, পরামর্শ থাকলে তা সাদরে গ্রহন করা হবে। আবারো ধন্যবাদ ও শুভেচ্ছা সবাইকে!!
Follow : | | Facebook | Twitter

Post a Comment

 
Top