0
সবাই দেখতাছি রকিং অবস্থাই আছে কারন পিসি ও সিম্ব্রিয়ানে সিরাম স্পিডে বাঁশ দেওয়া যায় ।
কিন্তু এখানে একটা বড় সমস্যা হলো আপনাকে অব্যশই সিমে MB অথবা প্যাকেজের মেয়াদ রাখতে হবে । তা না হলে এটা চলবে না ।
কিন্তু কি করবেন আমরা হলাম বড়লোক বাপের গরিব ছেলে তাই আমাদের পক্ষে টাকা দিয়ে কিনে ফ্রি চালানোর মত নেই । ফ্রি যখন চালবো তখন সবই ফ্রি ।
আজ যেই টিক্সটা দিতে যাচ্ছি সেটার দ্বারা আপনি TAKA/MB/ মেয়াদ বাদেই ফ্রি চালাতে পারবেন ।
Trick for সিম্ব্রিয়ান
আমি এই পোস্টা সংক্ষেপে লিখলাম । যারা আগে ব্যাবহার করছে তাদের জন্য ।
আপনি যদি নতুন হন তাহলে নিচের থেকে আগের পোস্টা দেখতে পারেন ।
.star. সিম্ব্রিয়ানে জিপি দিয়ে আনলিমিটেড ফ্রি চালান
উপরের পোস্টের নিয়মের ক্ষেত্রে নিচে কিছু পরিবর্তন করা হলো ।
এখন দেখুন কি ভাবে টাকা ছাড়াই চালাবেন ।
প্রথমে নিচের মত একটা Access point তৈরি করুন ।
Access point: Header Quary
Local Host: 127.0.0.1
Local Port: 443
বুঝতে অসুবিধা হলে নিচে দেখুন ।
SAGOR BY 1.jpg
এবার HTTP Query মেনুতে গিয়ে নিচে মত করে একটা সেটিংস করুন ।
Inject Query: internet.grameenphone.com:80
Inject Method: HEAD/GET
বুঝতে অসুবিধা হলে নিচে দেখুন ।

এবার Simple server এর Local host অপশনে নিচের মত একটা সেটিংস করেন ।
Local Host: 127.0.0.1
Local Port: 443
বুঝতে অসুবিধা হলে নিচে দেখুন ।

বি দ্রঃ এখানে বলে রাখি যে আপনি যদি উপরের নিয়মে Port: 443 ব্যাবহার করেন তো সেক্ষেত্রে UC Browser বাদে সব কিছু চালাতে পারবেন আর যদি UC Browser চালাতে চান তো উপরের যেখানে যেখানে 443 আছে সেখানে সেখানে 1234 বসিয়ে দেন ।
তো কি আর করা । এবার হবে জিপিরে ফুল ফ্রি বাঁশ ।
Trick for পিসি
আমি আগেই বলেছি যে এটা আপডেট পোস্ট । সুতরাং মেইন পোস্ট নিচের লিন্ক থেকে দেখে নেন ।
.star. পিসিতে জিপি সিম দিয়ে সুপার স্পিডে ফ্রি নেট চালান ।
আপনি যদি আগের পোস্টা দেখে থাকেন তাহলে দেখুন ।
আপনি যেই Simple Server by sagor.zip টা ডাউনলোড করেছিলেন এবং ওটা এক্সার্ট করেছিলেন ।
সেই ফোল্ডারে ঢুকুন । ওখানে দেখুন ২টা ফাইল আছে ।
ওখান থেকে Simple Server.ini ফাইলটা ডিলেট করে দেন ।
এবার নিচের থেকে Simple Server.ini টা ডাউনলোড করুন ।
.star. Simple Server.ini
এবার এটা Move করে উক্ত ফোল্ডারে নিয়ে যান ।
এখন আপনাকে আরেকটা এক্সটা কাজ করতে হবে যেঃ
Mozila & IDM এ যেখানে Port: 8080 ব্যাবহার করতেন সেখানে Port: 443 ব্যাবহার করুন ।
বাকি সব কিছু আগের মতোই ।
যারা কিছুই বুঝতে পারছেন না তারা আগের পোস্টা দেখুন ।
তাহলে আর কি করবেন সুপার স্পিডে টাকা ছাড়াই বাঁশ দিন ।
নোটঃ কেও কপি করলে অব্যশই ক্রেডিট দিবেন ।
কারো কোন সমস্যা থাকলে কমেন্ট করবেন ।
ক্রেডিটঃ Pranto Anjum
আমাদের ছোটও একটা সাইট আছে , অইখানে আরও অনেক ফ্রী নেট পোস্ট পাবেন । আমাদের সাইট টা ভিসিট করতে >> > এখানে ক্লিক করুন

YOUR NAMEAbout Me
আসসালামু আলাইকুম। নবীন বাংলা ব্লগ সাইটে ভিজিট করার জন্য আপনাকে স্বাগতম। আসলে এই ব্লগ সাইটটি সম্পূর্ণ ব্যক্তিগত। এবং আমি এই সাইটের এডমিন, মূলত ব্লগিং প্রাকটিস এবং মুক্ত জ্ঞাণ চর্চার জন্যই এই সাইটটি ওপেন করেছি। আমার সাইটের পোস্টগুলো অন্যান্য সুনাম খ্যাত ব্লগ সাইটে সমূহে পাবলিশ করে থাকি তথারুপ টেকটিউন্স, টিউনারপেইজ। ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকব নবীন বাংলা ব্লগে লেখালেখি করার চেষ্টা অব্যাহত থাকবে। এখানে অন্যান্য লেখকদের বাছাই করা পোস্টগুলো পাবলিশ করা হয়। এবং ইচ্ছা করলে আপনিও এই ব্লগের অতিথি লেখক হিসাবে শুরু করতে পারেন।পরিশেষে আমার সাইট কিংবা প্রকাশিত লেখা সম্পর্কে কোন আপনাদের অভিযোগ, মতামত, পরামর্শ থাকলে তা সাদরে গ্রহন করা হবে। আবারো ধন্যবাদ ও শুভেচ্ছা সবাইকে!!
Follow : | | Facebook | Twitter

Post a Comment

 
Top