প্রথম বাংলাদেশী নারী…

• ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এর প্রথম নারী ভিপি—মাহফুজা খানম।
• ব্রিটিশ বিরোধী আন্দোলনে প্রথম নারী শহীদ—প্রীতিলতা ওয়াদ্দেদার।
• ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ছাত্রী—লীলা নাগ।
• ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী শিক্ষক—করুণাকণা গুপ্তা,ইতিহাস বিভাগ।
• দাবায় প্রথম আন্তর্জাতিক মহিলা গ্রান্ডমাস্টার—রানী হামিদ।
• ঢাকা মেডিকেল কলেজের প্রথম নারী অধ্যক্ষ—ডা.হোসনে আরা তাহমিন।
• বাংলাদেশ সংবিধান রচনা কমিটির একমাত্র নারী সদস্য—বেগম রাজিয়া বানু।
• তেভাগা আন্দোলনের নেত্রী—ইলা মিত্র।
• মুক্তিবেটি নামে খ্যাত বাংলাদেশের নারী মুক্তিযোদ্ধা আদিবাসি নারী—কাকন বিবি।
• ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম ছাত্রী—ফজিলাতুন্নেসা।
• বাংলাদেশের প্রথম নারী প্রধান মন্ত্রী—বেগম খালেদা জিয়া।
• বাংলাদেশের মুক্তিযুদ্ধে প্রথম নারী শহীদ—মেহেরুন্নেসা।
• যুক্তরাজ্যের প্রথম বাঙ্গালী নারী কাউন্সিলর—পলা মনজিলা উদ্দিন।
• উপমহাদেশের প্রথম নারী মুসলিম চিকিৎসক—জোহরা বেগম কাজী।
• জাতিসংঘের সিডিও কমিটির প্রথম বাংলাদেশী চেয়ারপার্সন—সালমা খান।
• অ্যামেনিস্ট ইন্টারন্যাশনালের প্রথম নারী মহাসচিব—আইরিন খান ।
• প্রথম নারী ভাইস চ্যান্সেলর—কুলসুম হুদা।
• বিটিভির প্রথম নারী মহাপরিচালক—বেগম ফেরদৌস আরা।
• বিটিভির প্রথম নারী শিল্পী—ফেরদৌসী রহমান।
• পরমাণূ শক্তি কমিশনের প্রথম নারী পরিচালক—ড.জাকিয়া বেগম।
• জাতিসংঘে নিযুক্ত প্রথম বাংলাদেশী নারী স্থায়ী প্রতিনিধি—ইসমাত জাহান।
• দেশের প্রথম নারী প্যারেড কমান্ডার—এলিজা শারমিন।
• পরমাণূ শক্তি গবেষণা প্রতিষ্ঠানের প্রথম নারী মহাপরিচালক—ড.মাধবী ইসলাম।
• যুক্তরাজ্যের নিম্ন কক্ষ হাউস অব কমনসে প্রথম বাংলাদেশী নারী সদস্য—রুশানারা আলী।
• পিএসসির প্রথম নারী চেয়ারম্যান—জিন্নাতুন্নেসা তাহমিদা বেগম।
• বাংলাদেশের প্রথম নারী উন্নয়ন নীতিমালা গ্রহণ করা হয়—১৯৯৭ সালে।
• বাংলাদেশের প্রথম নারী বিচারপতি—নাজমুন আরা সুলতানা।
• বাংলা একাডেমীর প্রথম নারী মহাপরিচালক—ড.নীলিমা ইব্রাহীম।
• বাংলাদেশের ইতিহাসে মন্ত্রিসভায় প্রথম নাবী সদস্য—নুরজাহান মুরশিদ।
• প্রথম নারী জাতীয় অধ্যাপক—প্রফেসর ড. সুফিয়া আহমেদ।
• প্রথম নারী নভো বিজ্ঞানী—ড. সুলতানা নাহার কেয়া।
• প্রথম নারী ক্রিড়াবিদ—রাবেয়া খাতুন।
• তত্ত্বাবধায়ক সরকারের প্রথম নারী উপদেষ্টা—ড.নাজমা চৌধুরী।
• বাংলাদেশের প্রথম নারী পররাষ্ট্রমন্ত্রী—ডা.দীপুমনি।
• বাংলাদেশের প্রথম নারী স্বরাষ্ট্রমন্ত্রী—অ্যাডভোকেট সাহারা খাতুন।
• জাতীয় সংসদের প্রথম নারী বিরোধী দলীয় নেত্রী—শেখ হাসিনা।
• বাংলাদেশের প্রথম নারী সংসদ উপনেতা—সৈয়দা সাজেদা চৌধুরী।
• বাংলাদেশের প্রথম নারী পুলিশ সুপার—রওশন আরা।
• নারী জাগরণের পথিকৃৎ–বেগম রোকেয়া।
• বাংলাদেশের নারীদের জন্য প্রকাশিত প্রথম সাপ্তাহিক পত্রিকা—বেগম।
• বাংলাদেশের প্রথম নারী সচিব—জাকিয়া আক্তার।
• বাংলা চলচ্চিত্রে প্রথম মুসলিম অভিনেত্রী—বনানী চৌধুরী।
• প্রথম নারী চলচ্চিত্র পরিচালক—বেগম রেবেকা।
• দেশের প্রথম নারী মহিলা জজ—কৃষ্ণা দেবনাথ।
• বাংলাদেশে নারী সাংবাদিকতার পথিকৃৎ–হাসিনা আশরাফ।
• বাংলা চলচ্চিত্রের প্রথম অভিনেত্রী—পুর্ণিমা সেনগুপ্তা।
• বাংলাদেশের পক্ষে প্রথম ফ্যাশন শো করেন—বিবি রাসেল।
• কাব্য গ্রন্থ রচয়িতা প্রথম নারী—মাহমুদা থাতুন সিদ্দিকা,কাব্য-পশারিনী।
• বাংলাদেশের প্রথম নারী ওসি—হোসনে আরা বেগম।
• বাংলাদেশের প্রথম নারী কূটনীতিক—তাহমিনা খান ডলি।
• ফরেন সার্ভিস থেকে নিয়োগ প্রাপ্ত প্রথম নারী রাষ্ট্রদূত—মাহমুদা হক চৌধুরী।
• সোর্ড অব অনার প্রাপ্ত প্রথম নারী—মারজিয়া ইসলাম।
• প্রথম নারী ডেপুটি ইন্সপেক্টর জেনারেল(ডিআইজি)—ফাতেমা বেগম।
• বাংলাদেশের প্রথম নারী ভাস্কর—নভেরা আহমেদ।
• বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী ডিন—আজিজুন্নেসা।
• প্রথম নারী রাষ্ট্রদূত—মাহমুদা হক চৌধুরী।
• প্রথম নারী নোটারী পাবলিক—কামরুন নাহার লাইলী।
• প্রথম নারী চার্টাড একাউন্ট্যান্ট—সুরাইয়া জান্নাত খান।
• প্রথম নারী এমিরেটাস ফেলো—প্রফেসর ডা.সুফিয়া রহমান।
• প্রথম নারী বৈমানিক—সৈয়দা কানিজ ফাতেমা রোকসানা।
• দেশের প্রখম দ্রুততম মানবী—শামীম আরা টলি।
• প্রথম টেষ্টটিউব বেবী প্রবর্তন কারী চিকিৎসক—ডা.পারভীন ফাতেমা।
• বিশ্ববিদ্যালয়ে প্রথম নারী প্রোভিসি—ড.জেড এন তাহমিদা বেগম।
• প্রথম নারী রেল চালক—সালমা খান।
• বেগম পত্রিকার প্রথম ও প্রতিষ্ঠাতা সম্পাদক—বেগম সুফিয়া কামাল।
• সংসদের প্রথম নারী হুইপ—খালেদা খানম (১৯৯৬,সংরক্ষিত আসন থেকে নির্বাচিত)।
• প্রথম নারী ব্রিগেডিয়ার—সুরাইয়া রহমান।
• পিএসসির প্রথম ও একমাত্র নারী চেয়ারম্যান—ড.জেড এন তহমিদা বেগম।
• প্রথম নারী এভারেষ্ট বিজয়ী—
About Me
আসসালামু আলাইকুম। নবীন বাংলা ব্লগ সাইটে ভিজিট করার জন্য আপনাকে স্বাগতম। আসলে এই ব্লগ সাইটটি সম্পূর্ণ ব্যক্তিগত। এবং আমি এই সাইটের এডমিন, মূলত ব্লগিং প্রাকটিস এবং মুক্ত জ্ঞাণ চর্চার জন্যই এই সাইটটি ওপেন করেছি। আমার সাইটের পোস্টগুলো অন্যান্য সুনাম খ্যাত ব্লগ সাইটে সমূহে পাবলিশ করে থাকি তথারুপ টেকটিউন্স, টিউনারপেইজ। ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকব নবীন বাংলা ব্লগে লেখালেখি করার চেষ্টা অব্যাহত থাকবে। এখানে অন্যান্য লেখকদের বাছাই করা পোস্টগুলো পাবলিশ করা হয়। এবং ইচ্ছা করলে আপনিও এই ব্লগের অতিথি লেখক হিসাবে শুরু করতে পারেন।পরিশেষে আমার সাইট কিংবা প্রকাশিত লেখা সম্পর্কে কোন আপনাদের অভিযোগ, মতামত, পরামর্শ থাকলে তা সাদরে গ্রহন করা হবে। আবারো ধন্যবাদ ও শুভেচ্ছা সবাইকে!!
Follow : | Google profile | Facebook | Twitter
Post a Comment