0

The Voice লিখেছেন: shahidulhaque77 ২৫ অক্টোবর ২০১৩, ২৩:৩৫ | ছড়া



Articleলিখেছেন ০১ নভেম্বর ২০১৩, ০০:৪২ | ছড়া

Article

One থেকে An হয়েছে
A হয়েছে শেষে
That তেমনি The হয়েছে
Article এ এসে।

পদে থেকে পদাশ্রিত
নির্দেশনার কাজে
Article এর ব্যবহারটা
নয়তো মোটেও বাজে।

নির্দিষ্টতা যেই বোঝাবে
The বসাবে তথায়
অদ্বিতীয় হলেও কিন্তু
আাসবে The এর কথায়।

দ্বীপপুঞ্জ, নদী কিংবা
সমুদ্রের আগে
জাতি, ধর্ম...

---------------------------------------------------------

The Voice-২লিখেছেন ২৭ অক্টোবর ২০১৩, ১৩:০৪ | ছড়া

The Voice-২

Voice শুনে ভয় পেয়ো না
সহজ করে বলছি
Pronoun এর পরিবর্তন
দেখতে মোরা চলছি।

I টা গিয়ে me হয়ে যায়
You টা থাকে you
It তেমনি it রয়ে যায়
এমন নিয়ম few.

He টা যদি him হয়ে যায়
She টা হবে her
They তেমনি them হলে যে
নামবে মাথার ভার।

Subject যখন object হবে
By কে আগে...

The Voice-৩লিখেছেন ২৭ অক্টোবর ২০১৩, ২৩:৫০ | ছড়া

The Voice-৩


Voice যখন present tense এর
Indefinite হয়
করতে passive pp এর আগে
Am is are নিশ্চয়।

Past ফরমেতে একই নিয়ম
Was were থাকবে
Future এ তে Shall/ will কে
কর্তাভেদে রাখবে।

এবার তবে Continuous
লক্ষ্য করে দেখ
Presesnt হলে Am/Is/are এর
Beingকে পরে লেখ।

Past এ থাকবে Was...

The Voice-4লিখেছেন ২৮ অক্টোবর ২০১৩, ১৯:২২ | ছড়া

ছোটবেলায় Voice শুনে
ভয় পেয়েছি কত
এখন দেখি বোঝার ফলে
ভয়ের মাথাই নত।

Imperative Sentence এ তে
আদেশ নিষেধ থাকলে
শুদ্ধ হবে L-O-B-P
ক্রমাণ্বয়ে রাখলে।

Lকে তুমি Let করে দাও
Oতে বসাও Object
B স্থলে Be বসিয়ে
Ppদিলেই Perfect.

Do the sum এ LOBP
কেমন হবে দেখ
Let the sum be done...

oice-৫লিখেছেন ২৯ অক্টোবর ২০১৩, ১৪:৫২ | ছড়া

The Voice-৫


Can Could এবং Auxillary
Should Would যেথায় থাকবে
তাদের পরে Be বসিয়ে
Verbএ PP রাখবে।

তারপরে সব আগের মতোই
যে যার ঘরে দিয়ো
Nagative এর Notকে তবে
Should এর পরে নিয়ো।

Passive কর I can do it.
It can be done by me.
ভয় পেয়ো না শিখে গেলে
জীবন হবে দামি।

Articleলিখেছেন ০১ নভেম্বর ২০১৩, ০০:৪২ | ছড়া

Article

One থেকে An হয়েছে
A হয়েছে শেষে
That তেমনি The হয়েছে
Article এ এসে।

পদে থেকে পদাশ্রিত
নির্দেশনার কাজে
Article এর ব্যবহারটা
নয়তো মোটেও বাজে।

নির্দিষ্টতা যেই বোঝাবে
The বসাবে তথায়
অদ্বিতীয় হলেও কিন্তু
আাসবে The এর কথায়।

দ্বীপপুঞ্জ, নদী কিংবা
সমুদ্রের আগে
জাতি, ধর্ম...
Comment৩ টি মন্তব্য | ৩১ বার প্রদর্শিত | বিস্তারিত

The Voice-৬লিখেছেন ২৯ অক্টোবর ২০১৩, ২২:২৪ | ছড়া

The Voice-৬


জানবে এবার মজার Voice
Quasi-Passive Verbeএ
ভয় পেয়ো না, শিখতে হলে
সাহস রাখো Nerveএ।

Activeএ তে Verbeটা থাকে
Passiveএ হয় অর্থ
Quasi মানে Half হবে যে
তাই তো এমন শর্ত।

Lookএর মানে দেখা হলে
Looks এ হবে ‘দেখায়’
Sellতেমিন Sells হয়ে যায়
Quasi-Passive লেখায়।

‘হয়’...
 
 
 
 
 
 
 

YOUR NAMEAbout Me
আসসালামু আলাইকুম। নবীন বাংলা ব্লগ সাইটে ভিজিট করার জন্য আপনাকে স্বাগতম। আসলে এই ব্লগ সাইটটি সম্পূর্ণ ব্যক্তিগত। এবং আমি এই সাইটের এডমিন, মূলত ব্লগিং প্রাকটিস এবং মুক্ত জ্ঞাণ চর্চার জন্যই এই সাইটটি ওপেন করেছি। আমার সাইটের পোস্টগুলো অন্যান্য সুনাম খ্যাত ব্লগ সাইটে সমূহে পাবলিশ করে থাকি তথারুপ টেকটিউন্স, টিউনারপেইজ। ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকব নবীন বাংলা ব্লগে লেখালেখি করার চেষ্টা অব্যাহত থাকবে। এখানে অন্যান্য লেখকদের বাছাই করা পোস্টগুলো পাবলিশ করা হয়। এবং ইচ্ছা করলে আপনিও এই ব্লগের অতিথি লেখক হিসাবে শুরু করতে পারেন।পরিশেষে আমার সাইট কিংবা প্রকাশিত লেখা সম্পর্কে কোন আপনাদের অভিযোগ, মতামত, পরামর্শ থাকলে তা সাদরে গ্রহন করা হবে। আবারো ধন্যবাদ ও শুভেচ্ছা সবাইকে!!
Follow : | | Facebook | Twitter

Post a Comment

 
Top