যারা পিসিতে উইন্ডোস ব্যাবহার করি তারাও এই ঝামেলায় পরি অনেক সময় অনেক ডিলিট করা ফাইল দরকার পরে যায় আবার অনেক ফাইল ভুলে ডিলিট করে ফেলি। এই অবস্থা হয় মোবাইল এর ক্ষেত্রেও যারা এই সমস্যায় পরেছেন তাদের জন্য আজকের এই পোস্ট। একটি সফটওয়ার দিয়ে ই ফিরিয়ে আনতে পারবেন আপনার ডিলিট হওয়া ফাইল গুলো। এর একটি ফ্রি এডিসন আছে প্লে স্টোরএ আমি পেইড এডিসন টি ই সেয়ার কোরলাম।
১। যদি এমন হয় যে ফোল্ডার থেকে ফাইল ডিলিট হয়েছে আবার ওই একি যায়গায় আপনি আবার নতুন ফাইল সেভ করেছেন তাহলে ফাইল রিটার্ন পাবেন না।
২। সফটওয়ারটি ব্যাবহার করতে হলে আপনাকে অবশ্যই রুট ইউসার হতে হবে।
১। যদি এমন হয় যে ফোল্ডার থেকে ফাইল ডিলিট হয়েছে আবার ওই একি যায়গায় আপনি আবার নতুন ফাইল সেভ করেছেন তাহলে ফাইল রিটার্ন পাবেন না।
২। সফটওয়ারটি ব্যাবহার করতে হলে আপনাকে অবশ্যই রুট ইউসার হতে হবে।

Post a Comment