0
যারা পিসিতে উইন্ডোস ব্যাবহার করি তারাও এই ঝামেলায় পরি অনেক সময় অনেক ডিলিট করা ফাইল দরকার পরে যায় আবার অনেক ফাইল ভুলে ডিলিট করে ফেলি। এই অবস্থা হয় মোবাইল এর ক্ষেত্রেও যারা এই সমস্যায় পরেছেন তাদের জন্য আজকের এই পোস্ট। একটি সফটওয়ার দিয়ে ই ফিরিয়ে আনতে পারবেন আপনার ডিলিট হওয়া ফাইল গুলো। এর একটি ফ্রি এডিসন আছে  প্লে স্টোরএ আমি পেইড এডিসন টি ই সেয়ার কোরলাম।
১। যদি এমন হয় যে ফোল্ডার থেকে ফাইল ডিলিট হয়েছে আবার ওই একি যায়গায় আপনি আবার নতুন ফাইল সেভ করেছেন তাহলে ফাইল রিটার্ন পাবেন না।
২। সফটওয়ারটি ব্যাবহার করতে হলে আপনাকে অবশ্যই রুট ইউসার হতে হবে।

YOUR NAMEAbout Me
আসসালামু আলাইকুম। নবীন বাংলা ব্লগ সাইটে ভিজিট করার জন্য আপনাকে স্বাগতম। আসলে এই ব্লগ সাইটটি সম্পূর্ণ ব্যক্তিগত। এবং আমি এই সাইটের এডমিন, মূলত ব্লগিং প্রাকটিস এবং মুক্ত জ্ঞাণ চর্চার জন্যই এই সাইটটি ওপেন করেছি। আমার সাইটের পোস্টগুলো অন্যান্য সুনাম খ্যাত ব্লগ সাইটে সমূহে পাবলিশ করে থাকি তথারুপ টেকটিউন্স, টিউনারপেইজ। ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকব নবীন বাংলা ব্লগে লেখালেখি করার চেষ্টা অব্যাহত থাকবে। এখানে অন্যান্য লেখকদের বাছাই করা পোস্টগুলো পাবলিশ করা হয়। এবং ইচ্ছা করলে আপনিও এই ব্লগের অতিথি লেখক হিসাবে শুরু করতে পারেন।পরিশেষে আমার সাইট কিংবা প্রকাশিত লেখা সম্পর্কে কোন আপনাদের অভিযোগ, মতামত, পরামর্শ থাকলে তা সাদরে গ্রহন করা হবে। আবারো ধন্যবাদ ও শুভেচ্ছা সবাইকে!!
Follow : | | Facebook | Twitter

Post a Comment

 
Top