0
 (মূল লেখক: শেখ সাব্বির রাসেল, সামু ব্লগ)





প্রথম ফটুক হইতেসে-
১। ইতিহাসের অন্যতম পাতিহাস মার্কা ঘটনা B-)B-),- ডেনিস লিলি খান স্লিপ রাইখা বল করতেসে, :-/:-/:-/:-/ বিশ্বাস না হইলে গুইনা দেহেন-



২। সেই বিখ্যাত ক্লাইভ লয়েড এর টিমের সাথে রাণীমাতা-
Roberts-Holding-Garner-Marshall: From the late 1970s to the mid-1980s



৩। পাকিস্তান - শ্রীলংকার মধ্যকার একখান টেষ্ট ম্যচের চিত্র, মৌমাছির ভ্য়তে সব শুইয়া পড়ছে মাগার বিলি রে দেখেন:D:D:D:D



৪। আমব্রোস আর স্টিভ ওয়াহ এর অবিখ্যাত ঝগড়া, কয়দিন আগে আমব্রোস কইসে- "আমি ওরে পিটাইতে চাইসিলাম":P:P:P:P



৫। লন আমব্রোস পাগলার আর একখান দেহেন-( আবারো বেচারা স্টিভ ওয়াহ:((:((:((:((:(()



৬। (বাম থেকে শুরু করে) এ্যান্ডি রবার্টস, মাইকেল হোল্ডিং, কলিন ক্রফট, জোয়েল গার্নার pose ahead of the first Test against England in Port-of-Spain, February 1981-যাগো দেখলে ব্যাটসম্যান গো প্যান্ট ভিজা যাইতো;);););););)



৭। ছাগল টায় কি ধরেX(X(X(X(X(-


৮। ক্যাচ ধরা দেখবার চান, তাইলে এইটা দেহেন:-*:-*:-*:-*:-*-



৯। আমি একা না, বুশ চাচাও দেহেন কেমুন ক্রিকেট এর ভক্ত, নাকি ফাকিস্তান রে কমুনে পিটাইবো হেইডা দেহাইতাসে:P:P:P:P:P-



১০। লাজুক ব্রায়ান লারার বিরল একখান ফটুক;);););););)-



১১। বেচারা রস টেইলর;););) , এই ফটু দেইখা আসলেই বুঝা যাইতেহে নিউজিল্যান্ড এর প্লেয়াররা কত ভদ্র-



১২। "নিউজিল্যান্ড এর প্লেয়াররা কত ভদ্র" এইডা কেন খইলাম:D:D:D এইবার তাইলে দেখেন:P:P:P:P-





নিশ্চই কইতে অইবোনা, এইডা কুন জাতির প্লেয়ার:P:P:P

১৩। ডেনিস লিলি আর জাভেদ মিয়ানদাদের সেই বিখ্যাত মারামারিB-)B-)B-)B-)-




১৪। জোশ্‌ একখান ফটু- শ্রীশান্ত বলখান ক্যালিস রে করসিলোB-)B-)B-)B-)-





১৫। it hurts ... backward short leg sucks:P:P:P:P:-/:-/-





১৬। দেহেন তো কুনডা কিডা :P:P:P, চিনবার পারেননি???




১৭। ফটুগ্রাফারের টাইমিং টা জোশিলা হইসে:):):):) , কি কন???



সংগৃহিত

YOUR NAMEAbout Me
আসসালামু আলাইকুম। নবীন বাংলা ব্লগ সাইটে ভিজিট করার জন্য আপনাকে স্বাগতম। আসলে এই ব্লগ সাইটটি সম্পূর্ণ ব্যক্তিগত। এবং আমি এই সাইটের এডমিন, মূলত ব্লগিং প্রাকটিস এবং মুক্ত জ্ঞাণ চর্চার জন্যই এই সাইটটি ওপেন করেছি। আমার সাইটের পোস্টগুলো অন্যান্য সুনাম খ্যাত ব্লগ সাইটে সমূহে পাবলিশ করে থাকি তথারুপ টেকটিউন্স, টিউনারপেইজ। ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকব নবীন বাংলা ব্লগে লেখালেখি করার চেষ্টা অব্যাহত থাকবে। এখানে অন্যান্য লেখকদের বাছাই করা পোস্টগুলো পাবলিশ করা হয়। এবং ইচ্ছা করলে আপনিও এই ব্লগের অতিথি লেখক হিসাবে শুরু করতে পারেন।পরিশেষে আমার সাইট কিংবা প্রকাশিত লেখা সম্পর্কে কোন আপনাদের অভিযোগ, মতামত, পরামর্শ থাকলে তা সাদরে গ্রহন করা হবে। আবারো ধন্যবাদ ও শুভেচ্ছা সবাইকে!!
Follow : | | Facebook | Twitter

Post a Comment

 
Top