0
মাইক্রোসফট উইন্ডোজ ৮ বাজারে আনার পর এটি প্রত্যাশিত সাফল্য পায়নি বলেই মনে করছেন বিশ্লেষকরা। মাইক্রোসফট এবার উইন্ডোজ ৯ নিয়ে আসছে ২০১৫ সালের এপ্রিলেই!
উইন্ডোজ ৮ গ্রাহকদের প্রত্যাশা পূরণ না করাতে পারায় মাইক্রোসফট দ্রুত এর বেশ কিছু আপডেট নিয়ে আসে। মাইক্রোসফট চাইছিল উইন্ডোজ ৮ কে গ্রাহকের কাছে আরও বেশি আস্থাশীল করে তুলতে একই সাথে গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে এতে পরিবর্তন নিয়ে আসতে। সর্বশেষ পরিবর্তন হিসেবে মাইক্রোসফট উইন্ডোজ ৮ এ Windows tab সংযুক্ত করে কিন্তু তাতেও এতে আরও বেশ কিছু প্রয়োজনীয় সুবিধা সংযুক্ত নেই বলেই বিশ্লেষকরা দাবি করছে।

এদিকে ধারণা করা হচ্ছে, উইন্ডোজ ৯ , উইন্ডোজ ফোন ৮.১-এর পাশাপাশি উইন্ডোজ ৮.১ আপডেট ওয়ান এপ্রিলেই বাজারে ছাড়া হবে।

প্রযুক্তি ব্লগ Paul Thurott এর তথ্য মতে, মাইক্রোসফট ইতোমধ্যে তাদের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৯ তৈরির কাজ শুরু করে দিয়েছে। Windows 9 এর কোড নাম দেয়া হয়েছে ‘Threshold.’ মাইক্রোসফট উইন্ডোজ ৯ এ স্টার্ট মেন্যু সহ নতুন সব সংযুক্তি নিয়েই আসছে বলে জানা গেছে। উইন্ডোজ ৯ একই সাথে Windows, Windows Phone এবং Windows RT জন্যও তৈরি করা হচ্ছে। সূত্র মতে এই বছরেরই কোন এক সময়ে উইন্ডোজ ৯ অনানুষ্ঠানিক ভাবে পাওয়া যাবে তবে এটি সাধারণ ব্যবহারকারীর হাতে পৌঁছাবে ২০১৫ সালের এপ্রিলের দিকে।
এদিকে উইন্ডোজ ৮ কে প্রযুক্তি বিশ্লেষকরা বলেছেন এটি মাইক্রোসফটের আরেক ভিসতা হিসেবেই পরিণত হতে যাচ্ছে, মাইক্রোসফট এর আগে ভিসতা অপারেটিং সিস্টেম বাজারে আনলে তা মাইক্রোসফটকে দারুণ ভাবে হতাশ করে। তবে মাইক্রোসফট উইন্ডোজ ৮ এর বিষয়ে বলছে অন্য কথা, মাইক্রোসফটের ভাষ্য মতে উইন্ডোজ ৮ না আসলে উইন্ডোজ ৯ তৈরি করা সম্ভব হতনা সুতরাং উইন্ডোজ ৯ এর অনুপ্রেরণাই হচ্ছে উইন্ডোজ ৮।

YOUR NAMEAbout Me
আসসালামু আলাইকুম। নবীন বাংলা ব্লগ সাইটে ভিজিট করার জন্য আপনাকে স্বাগতম। আসলে এই ব্লগ সাইটটি সম্পূর্ণ ব্যক্তিগত। এবং আমি এই সাইটের এডমিন, মূলত ব্লগিং প্রাকটিস এবং মুক্ত জ্ঞাণ চর্চার জন্যই এই সাইটটি ওপেন করেছি। আমার সাইটের পোস্টগুলো অন্যান্য সুনাম খ্যাত ব্লগ সাইটে সমূহে পাবলিশ করে থাকি তথারুপ টেকটিউন্স, টিউনারপেইজ। ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকব নবীন বাংলা ব্লগে লেখালেখি করার চেষ্টা অব্যাহত থাকবে। এখানে অন্যান্য লেখকদের বাছাই করা পোস্টগুলো পাবলিশ করা হয়। এবং ইচ্ছা করলে আপনিও এই ব্লগের অতিথি লেখক হিসাবে শুরু করতে পারেন।পরিশেষে আমার সাইট কিংবা প্রকাশিত লেখা সম্পর্কে কোন আপনাদের অভিযোগ, মতামত, পরামর্শ থাকলে তা সাদরে গ্রহন করা হবে। আবারো ধন্যবাদ ও শুভেচ্ছা সবাইকে!!
Follow : | | Facebook | Twitter

Post a Comment

 
Top