0
আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানিয়ে আজকের টিউন শুরু করছি। কেমন আছেন সবাই ? আমি ভালই আছি । আজ আমি আপনাদের সাথে শেয়ার করব অ্যান্ড্রয়েড এর কিছু গুরুত্বপূর্ণ সিক্রেট কোড ।

অ্যান্ড্রয়েড এর কিছু গুরুত্বপূর্ণ সিক্রেট কোড :
*#06# – IMEI নাম্বার প্রদর্শন করবে।
*2767*3855# – ফ্যাক্টরি রিসেট কোড(ফোনের সব ডাটা ডিলিট হয়ে যাবে )
*#*#4636#*#* - ফোন এবং ব্যাটারি সংক্রান্ত তথ্য।
*#*#273282*255*663282*#*#* - সকল মিডিয়া ফাইল ব্যাক আপ করার কোড।
*#*#197328640#*#* – সার্ভিস টেস্ট মোড কোড।
*#*#1111#*#* – FTA সফটওয়্যার ভার্সন ।
*#*#1234#*#* – PDA এবং firmware ভার্সন।
*#*#232339#*#* – Wireless LAN টেস্ট কোড।
*#*#0842#*#* – ব্যাক লাইট ও ভাইব্রেসন টেস্ট কোড।
*#12580*369# - সফটওয়্যার এবং হার্ডওয়্যার ইনফর্মেশন।
*#*#2664#*#* – টাচ স্ক্রীন টেস্ট কোড।
*#9900# – সিস্টেম ডাম্প মোড।
ধন্যবাদ সবাইকে ।

YOUR NAMEAbout Me
আসসালামু আলাইকুম। নবীন বাংলা ব্লগ সাইটে ভিজিট করার জন্য আপনাকে স্বাগতম। আসলে এই ব্লগ সাইটটি সম্পূর্ণ ব্যক্তিগত। এবং আমি এই সাইটের এডমিন, মূলত ব্লগিং প্রাকটিস এবং মুক্ত জ্ঞাণ চর্চার জন্যই এই সাইটটি ওপেন করেছি। আমার সাইটের পোস্টগুলো অন্যান্য সুনাম খ্যাত ব্লগ সাইটে সমূহে পাবলিশ করে থাকি তথারুপ টেকটিউন্স, টিউনারপেইজ। ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকব নবীন বাংলা ব্লগে লেখালেখি করার চেষ্টা অব্যাহত থাকবে। এখানে অন্যান্য লেখকদের বাছাই করা পোস্টগুলো পাবলিশ করা হয়। এবং ইচ্ছা করলে আপনিও এই ব্লগের অতিথি লেখক হিসাবে শুরু করতে পারেন।পরিশেষে আমার সাইট কিংবা প্রকাশিত লেখা সম্পর্কে কোন আপনাদের অভিযোগ, মতামত, পরামর্শ থাকলে তা সাদরে গ্রহন করা হবে। আবারো ধন্যবাদ ও শুভেচ্ছা সবাইকে!!
Follow : | | Facebook | Twitter

Post a Comment

 
Top