0

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

আজ কের টিউন হসছে কিভাবে ফটোশপে বয়স্ক মানুষের বয়স কমানো যায়, তো চলুন শুরু করা যাক। প্রথমে যে বয়স্ক মানুষের ছবিটিতে বয়স কমাতে হবে সেই ছবিটি নিন
আমি নিছেরটা নিলাম

দেখুন এর মুখে বিভিন্ন জায়গায় বয়সের জন্য চামড়ায় ভাঁজ পড়েছে। তাছাড়া চামড়ার রঙ ও মসৃণ নয়। তাই এই মানুষটির বয়স কমানোর জন্য প্রথমেই এর চামড়ার ভাঁজগুলো দূর করতে হবে। এবং এরপরে চামড়ার রংটিও মসৃণ করতে হবে।
চামড়ার ভাঁজ দূর করার জন্য প্রথমে Healing brush tool সিলেক্ট করুন।
নিচে দেখুন

ব্রাশের সাইজ [ ছোট বড় ] করা জন্য কি বোর্ড থেকে [ ] এটা চাপেন।
নিচে দেখুন

এখন কীবোর্ডের alt বাটন ধরে লোকটির মুখের চামড়ার মসৃণ কোনো অংশে অর্থাৎ যেখানে ভাঁজ নেই সেখানে ক্লিক করুন। এর ফলে ঐ জায়গার একটি কপি তৈরি হবে। এখন alt ছেড়ে দিয়ে চামড়ার ভাঁজের উপর একটু একটু করে ক্লিক করতে থাকুন, দেখবেন, যে স্থানে ক্লিক করছেন,সে স্থানে আপনার ঐ মসৃণ চামড়ার অংশটি পেষ্ট হচ্ছে। এভাবে পুরো ভাঁজের উপরই মসৃণ চামড়াটির কপি পেষ্ট করুন। নিচে দেখুন কপালটি কেমন মসৃণ হল

এভাবে পুরো মুখটির ভাঁজ দূর করুন নিচের মত। ভাঁজ দূর করার পর চামড়ার রঙ মসৃণ বা সুষম করার জন্য ঐ কপিটিই এবার পুরো মুখে পেষ্ট করুন সাবধানে, যদি রঙের তাররম্য হয় তবে চামড়ার যে স্থানে কপিটি পেষ্ট করতে যাচ্ছেন তার কাছাকাছি জায়গা থেকে alt চেপে ক্লিক করে আরেকটি কপি তৈরি করে নিন এবং তা পেষ্ট করুন । এভাবেই চালিয়ে যান। নিচে দেখুন।

এবার মেনুবার এ image >>adjustment>Brightness/Contrast এ ক্লিক করুন তাহলে একটা বক্স আসবে । Brightness আর Contrast কমে বা বাড়িয়ে ছবিটি উজ্জলতা ঠিক করুন।

(যারা জানেন না তাদের জন্য আমার আজকের টিউন)

ভাল থাকুন, ইনশাল্লাহ আবার দেখা হবে।


এখন সফটওয়্যার ছাড়াই ব্যবহার করুন স্কাইপি ! এইখান থেকেজেনে নিন

(মূল লেখক: ইলিয়াস আহমেদ,টিটি-২২/০৪/২০১৩)

YOUR NAMEAbout Me
আসসালামু আলাইকুম। নবীন বাংলা ব্লগ সাইটে ভিজিট করার জন্য আপনাকে স্বাগতম। আসলে এই ব্লগ সাইটটি সম্পূর্ণ ব্যক্তিগত। এবং আমি এই সাইটের এডমিন, মূলত ব্লগিং প্রাকটিস এবং মুক্ত জ্ঞাণ চর্চার জন্যই এই সাইটটি ওপেন করেছি। আমার সাইটের পোস্টগুলো অন্যান্য সুনাম খ্যাত ব্লগ সাইটে সমূহে পাবলিশ করে থাকি তথারুপ টেকটিউন্স, টিউনারপেইজ। ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকব নবীন বাংলা ব্লগে লেখালেখি করার চেষ্টা অব্যাহত থাকবে। এখানে অন্যান্য লেখকদের বাছাই করা পোস্টগুলো পাবলিশ করা হয়। এবং ইচ্ছা করলে আপনিও এই ব্লগের অতিথি লেখক হিসাবে শুরু করতে পারেন।পরিশেষে আমার সাইট কিংবা প্রকাশিত লেখা সম্পর্কে কোন আপনাদের অভিযোগ, মতামত, পরামর্শ থাকলে তা সাদরে গ্রহন করা হবে। আবারো ধন্যবাদ ও শুভেচ্ছা সবাইকে!!
Follow : | | Facebook | Twitter

Post a Comment

 
Top