0

আজকে আমি আপনাদের দেখাব কিভাবে Magic wand tool এর সাহায্যে একটি ইমেজ এর ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করা যায়। তবে ব্যাকগ্রাউন্ড অবশই এক কালারের হতে হবে। তো চলুন একটা ছবি নেওয়া যাক

আমি নিচেরটা নিলাম

যে ছবিটা নেওয়া হয়েছে ঐ ছবির লেয়ারে Indicates layer is partially locked ডাবল ক্লিক করুণ একটা বক্স আসবে এরপরে ok ক্লিক করুণ

নিচে দেখুন

এবার টুলবার থেকে Magic wand tool সিলেক্ট করুন অথবা (কি বোর্ড থেকে W চাপুন)

নিচে দেখুন

এরপরে ছবির ব্যাকগ্রাউন্ড ক্লিক করুণ দেখবেন ব্যাকগ্রাউন্ডে অনেকটা জায়গা সিলেক্ট হয়েছে।

নিচে দেখুন

পুরো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হলে কি বোর্ড থেকে Shift চেপে ধরে ক্লিক করুণ যেসব জায়গা সিলেক্ট হয়নি।

এরপর উপরের মেনু বার থেকে Select এ ক্লিক করুন তারপর Feather এ ক্লিক করুন অথবা কি-বোর্ড থেকে Alt+Ctrl + D দিন তাহলে একটা বক্স আসবে Feather Radius ( 1.5 ) দিন ok নিচে দেখুন

এরপর কি বোর্ড থেকে Delete কি চাপেন ২ (দুই) বার

নিচেরটার মত দেখা যাবে 

এবার আপনার পছন্দ মত যে কোন একটি  ব্যাকগ্রাউন্ড দিন, তারপর সুন্দর করে ছবিটাকে ব্যাকগ্রাউন্ড বসিয়ে নিন।   

(মূল লেখক: ইলিয়াস আহমেদ, টিটি-২৩/৪/২০১৩)

YOUR NAMEAbout Me
আসসালামু আলাইকুম। নবীন বাংলা ব্লগ সাইটে ভিজিট করার জন্য আপনাকে স্বাগতম। আসলে এই ব্লগ সাইটটি সম্পূর্ণ ব্যক্তিগত। এবং আমি এই সাইটের এডমিন, মূলত ব্লগিং প্রাকটিস এবং মুক্ত জ্ঞাণ চর্চার জন্যই এই সাইটটি ওপেন করেছি। আমার সাইটের পোস্টগুলো অন্যান্য সুনাম খ্যাত ব্লগ সাইটে সমূহে পাবলিশ করে থাকি তথারুপ টেকটিউন্স, টিউনারপেইজ। ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকব নবীন বাংলা ব্লগে লেখালেখি করার চেষ্টা অব্যাহত থাকবে। এখানে অন্যান্য লেখকদের বাছাই করা পোস্টগুলো পাবলিশ করা হয়। এবং ইচ্ছা করলে আপনিও এই ব্লগের অতিথি লেখক হিসাবে শুরু করতে পারেন।পরিশেষে আমার সাইট কিংবা প্রকাশিত লেখা সম্পর্কে কোন আপনাদের অভিযোগ, মতামত, পরামর্শ থাকলে তা সাদরে গ্রহন করা হবে। আবারো ধন্যবাদ ও শুভেচ্ছা সবাইকে!!
Follow : | | Facebook | Twitter

Post a Comment

 
Top