1
গত শীতে গ্রামের বাড়ীতে ছোট ছোট ছেলে মেয়েদের আনন্দ করার একটা ছোট উপলক্ষকে কেন্দ্র করে বেশ কিছু ছবি তুলে ফেললাম। অনেক অনেক ‍দিন পর এই জিনিসটা দেখলাম। জিনিসটার নাম “হাওয়াই বাজী” এর পর জিনিসটা নিয়ে লেখার প্রয়েজন অনুভব করলাম। এটা হয়তো অনেকেই চেনে না। হাওয়াই বাজী এক প্রকার নয়নাভিরাম দেশী FIRE WORKS । এটার উ্ৎপত্তি খেজুর গাছ প্রধান এলাকায়। প্রথমে খেজুর গাছের পাতার নিচের ছাল গুলি একত্র করা হয়। স্থানীয় ভাষায় এগুলোকে বলা হয় শর্পা। এরপর একটি বড় কচুপাতা সংগ্রহ করে খেজুর গাছের কাটা দিয়ে ছোট ছোট অনেক গুলি ফুটো করা হয়। হাওয়াই বাজী এর সৌন্দর্য নির্ভর করে সুক্ষ সুক্ষ ছিদ্রের উপর, সেই জন্যই খেজুরের কাটার ব্যাবহার। এরপর শর্পাগুলি পুড়িয়ে কচুপাতার মাঝে তোলা হয়।

 তারপর পাতার চারপাশ দড়ি দিয়ে বেধে আস্তে আস্তে মাথার চার পাশ দিয়ে ঘোরানো হয়।
কচুপাতার ছিদ্রগুলি দিয়ে আস্তে আস্তে আগুনের ফুলকিগুলি বের হয়। এভাবেই সৃষ্টি হয় সুন্দর নয়নাভিরাম একটি দেশী FIRE WORK যার নাম “হাওয়াই বাজী।” হাওয়াই বাজী আমি নিজে দেখলাম অনেক বছর পর। এখন শেীর ভাগ গাছী আর খেজুর গাছ কাটতে চায় না। তাদের বংশধরেরাও পেশা বদল করে অন্যান্য পেশাকে জীবন ধারনের মাধ্যম হিসাবে নিচ্ছে। শর্পা সংগ্রহ ছোট ছোট শিশুদের জন্য এখন কষ্টসাধ্য ব্যাপার। একারনে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছে দেশীয় অসাধারন একটা শিল্প হাওয়াই বাজী।
  
আমার কাছে ক্যামেোটি থাকায় খুব সুন্দর ভাবে ছবিগুলি তোলা সম্ভব হয়। জানিনা অদুর ভবিষ্যতে হয়তো এই শিল্পটা হারিয়ে যাবে। তখন পরবর্তী প্রজন্মের কছে এই লেখাটি পৌছুলে তার হয়তো জানবে আমাদের দেশ একটি অসাধারন শিল্প ছিল যার নাম “হাওয়াই বাজী” এবং সেটি অনেক বিদেশী FIRE WORK থেকেও অনেক সুন্দর।
স্থানঃ মাগুরা।
ক্যামেরাঃ Nikon D 3200
সেটিংসঃ S. Speed : 1.3/s , F. Rate: 3.5, ISO: 3200

YOUR NAMEAbout Me
আসসালামু আলাইকুম। নবীন বাংলা ব্লগ সাইটে ভিজিট করার জন্য আপনাকে স্বাগতম। আসলে এই ব্লগ সাইটটি সম্পূর্ণ ব্যক্তিগত। এবং আমি এই সাইটের এডমিন, মূলত ব্লগিং প্রাকটিস এবং মুক্ত জ্ঞাণ চর্চার জন্যই এই সাইটটি ওপেন করেছি। আমার সাইটের পোস্টগুলো অন্যান্য সুনাম খ্যাত ব্লগ সাইটে সমূহে পাবলিশ করে থাকি তথারুপ টেকটিউন্স, টিউনারপেইজ। ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকব নবীন বাংলা ব্লগে লেখালেখি করার চেষ্টা অব্যাহত থাকবে। এখানে অন্যান্য লেখকদের বাছাই করা পোস্টগুলো পাবলিশ করা হয়। এবং ইচ্ছা করলে আপনিও এই ব্লগের অতিথি লেখক হিসাবে শুরু করতে পারেন।পরিশেষে আমার সাইট কিংবা প্রকাশিত লেখা সম্পর্কে কোন আপনাদের অভিযোগ, মতামত, পরামর্শ থাকলে তা সাদরে গ্রহন করা হবে। আবারো ধন্যবাদ ও শুভেচ্ছা সবাইকে!!
Follow : | | Facebook | Twitter

Post a Comment

  1. Harrah's Hotel & Casino, Las Vegas - MapYRO
    Find Harrah's Hotel & 강릉 출장안마 Casino, Las 구리 출장샵 Vegas 김제 출장마사지 (MapYRO) 인천광역 출장마사지 location, revenue, industry and 부천 출장안마

    ReplyDelete

 
Top