0
আমরা বিজ্ঞানে অবদানের জন্য আনিষ্টাইন, নোবেল এর কথা জানলেও এমন কিছু বিজ্ঞানী আছেন যাদের অবদান বিজ্ঞানের কাছে কম নয়, তাদেরই একজন মেজেরনা, যার চরম মেধা থাকা সত্বেও অজানা কারনে কালের গর্ভে হারিয়ে যান।ইত্তরে মেজেরনা (Ettore Majorana) কাতানিয়া, সিসিলিতে (Catania, Sicily) জন্মগ্রহন করেন। তার চাচা কুইরিনো মেজেরনা (Quirino Majorona) ও পদার্থবিদ ছিলেন।১৯২৩ সালে তিনি ইন্জিনিয়ারিং নিয়ে বিশ্ববিদ্যালযে পড়া শুরু করলেও পরে ১৯২৮ সালে পরিবর্তন করে পদার্থবিদ্যা নিয়ে শুরু করেন এবং ডক্টরেট সম্পন্ন করেন Rome La Sapienza বিশ্ববিদ্যালয় হতে।১৯২৮ সালে Giovanni Gentile Jr এর সাথে তার প্রথম লেখাটি প্রকাশ করেন। ১৯৩২ সালে আরেকটি লেখা প্রকাশ করেন এটমিক স্পেকট্রোস্কপির উপর।

একই বছর অভিকর্ষজ তত্বের উপর তার আরেকটি লেখা প্রকাশ হয়। তিনিই সর্বপ্রথম ব্যাক্তি যিনি জানান যে, Irane Curie এবং Fredrick Joliot Fermi র পরীক্ষায় অজ্ঞাত অনুর উপস্থিতি আছে। ফার্মি তাকে এটি নিয়ে লিখতে বললেও মেজেরনা গুরুত্ব দেননী। এবং এই ব্যাখার কৃতিত্বটা চলে যায় James Chadwick এর হাতে, যা জেমসকে নোবেল পুরস্কার এনে দেয়। নিজের কাজের কৃতিত্ব জাহির করার মত মানসিকতা মেজেরনার ছিলনা।জার্মানীর লিপজিগে একটি প্রদান পেতে মেজেরনা ইতালি ছাড়েন ১৯৩৩ এ। তিনি Warner Heinsberg, আরেক নোবলে বিজয়ীর সাথে দেখা করেন। মেজেরনা কোপেনহেগেনেও যাত্রা করেছিলেন, যেখানে তিনি Neils Bohr, আরেক নোবেল বিজয়ীর সাথে কাজ করেন।তিনি ১৯৩৭ সালে তার শেষ লেখাটি প্রকাশ করেন।
গ্যাস্ট্রাইসিসের প্রচন্ডতা নিয়ে ১৯৩৩ এর শেষের দিকে মেজেরনা দূর্বল শরীর নিয়ে জার্মানী থেকে রোমে ফেরত আসেন। এবং মনে হচ্ছিল যে তিনি অত্যন্ত স্নায়ুবিক দূর্বলতায় ভুগছিলেন। খাবার-দাবারের অনিয়মের কারনে ক্রমেই তিনি সংসার ত্যাগী এবং কর্কশ হতে লাগলেন। এমনকি তিনি তার মা, যার সাথে তিনি পূর্বে ভাল ব্যবহার করতেন-তাকে লিখে পাঠালেন যে, বরাবরের মত এবার তিনি সমুদ্রপথে এসে গ্রীষ্ম অবকাশে তাকে সঙ্গ দিতে পারবেন না। ইন্সটিটিউটে তার যাওয়া ক্রমশ কমতে লাগল। তার ঘর থেকেও বের হওয়া একেবারেই কমে গেল। সম্ভাবনাময় বিজ্ঞানী সন্ন্যসী হয়ে গেলেন। প্রায় চার বচর তিনি নিজেকে বন্ধুদের থেকে দূরে সরিয়ে রাখলেন এবং লেখালেখিও প্রায় বন্ধই রাখলেন।
এ বছরগুলোতে তিনি খুব সামান্যই লিখেছিলেন। এসময়ে নানা বিষয়ের উপর ছোট ছোট অনেকগুলো কাজ করলেন। ভূতত্ববিদ্যা থেকে ইলেক্ট্রিকাল ইণ্জিনিয়ারিং, গণিত থেকে আপেক্ষিকতা সেকাজগুলোর ভিতর ছিল।এই অপ্রকাশিত পত্রগুলো Pisa’র Domus Gallieiana তে সংরক্ষিত আছে।তিনি University of Naples-এ ১৯৩৭ সালে তত্বীয় পদার্থবিদ্যার অধ্যাপক হন। তত্বীয় পদার্থবিদ্যার উপর তার একক দক্ষতা এবং যশের কারণে পরিক্ষা বোর্ড তাকে কোন পরিক্ষা ছাড়াই নিয়োগের সুপারিশ করে। আর প্রতিযোগীতা বোর্ডের প্রস্তাব গৃহীত হয়েছিল এবং মেজেরনা নেপসের তত্বীয় পদার্থবিদ্যার আসনটি গ্রহন করেন। কয়েকমাস শিক্ষকতার পর তিনি রহস্যময়ভাবে হারিয়ে যান।বর্তমান সময়ের একটি গবেষনার বস্তু, নিউট্রিনোর ভরের উপর কাজ অনেক আগেই মেজেরনা করেছিলেন।
এছাড়া, ভর/mass যে অভিকর্ষজ তরঙ্গের উপর ছোট সিল্ড তৈরী করতে পারে তার উপরও গবেষনা করেছিলেন।পালামো থেকে নেপলস যাবার পথে মেজেরনা কোন অজানা কারনে নিখোজ হয়ে যান। অনেক অনুসন্ধান সত্বেও তার নিয়তী সম্পর্কে জানা যায়নী।তার দেহ খুজে পাওয়া যায়নী। সম্ভবত তিনি ব্যাঙ্ক থেকে তার বেতনের অর্থও তুলে নিয়েছিলেন, পালামোতে যাত্রা করবার জন্যে। হয়ত তিনি পালামোতে তার বন্ধু Emilio Segre কে দেখতে যেতে পারেন, যিনি সেখানকার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন।কিন্তু Segre সে সময়ে ক্যালিফোর্নিয়ায় ছিলেন।
১৯৩৮ সালে সেপ্টেম্বরে মুসোলীনির পাশ করা আইনের মাধ্যমে ইহুদী Segre কে ইতালীতে ফেরত যাবার বাধা দেয়া হয়। ১৯৩৮ সালে ২৫ মার্চে, মেজেরনা Antonio Carrelli, যিনি Neples Physics Institute এর পরিচালক, তাকে পত্র লেখেন। পত্রে তিনি তার সহকর্মীদের স্মরন করেন এবং তার উধাও হবার অপরীবর্তনীয় সিদ্ধান্তের জন্যে ক্ষমা চান। ধারনা করা হয়, তিনি নেপলস যাবার টিকিটও কেটেছিলেন এবং এরপর আর তাকে দেখা যায়নি।
তার উধাও হয়ে যাবার পেছনে অনুমিত কারনগুলো হল:
  • * আত্মহত্যা
  • * আর্জেন্টিনায় পলায়ন
  • * মনেষ্ট্রিতে পলায়ন
  • * অপহরন বা খুন হওয়া, যাতে তিনি পরমানু বোমা না বানাতে পারেন।
লেখাটিতে ভূল হলে সংশোধন করা হবে, অনুবাদকার্য বেশ কষ্টসাধ্য হওয়ায় ত্রুটি থেকে যেতে পারে। লেখাটি সংক্ষেপিত।

YOUR NAMEAbout Me
আসসালামু আলাইকুম। নবীন বাংলা ব্লগ সাইটে ভিজিট করার জন্য আপনাকে স্বাগতম। আসলে এই ব্লগ সাইটটি সম্পূর্ণ ব্যক্তিগত। এবং আমি এই সাইটের এডমিন, মূলত ব্লগিং প্রাকটিস এবং মুক্ত জ্ঞাণ চর্চার জন্যই এই সাইটটি ওপেন করেছি। আমার সাইটের পোস্টগুলো অন্যান্য সুনাম খ্যাত ব্লগ সাইটে সমূহে পাবলিশ করে থাকি তথারুপ টেকটিউন্স, টিউনারপেইজ। ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকব নবীন বাংলা ব্লগে লেখালেখি করার চেষ্টা অব্যাহত থাকবে। এখানে অন্যান্য লেখকদের বাছাই করা পোস্টগুলো পাবলিশ করা হয়। এবং ইচ্ছা করলে আপনিও এই ব্লগের অতিথি লেখক হিসাবে শুরু করতে পারেন।পরিশেষে আমার সাইট কিংবা প্রকাশিত লেখা সম্পর্কে কোন আপনাদের অভিযোগ, মতামত, পরামর্শ থাকলে তা সাদরে গ্রহন করা হবে। আবারো ধন্যবাদ ও শুভেচ্ছা সবাইকে!!
Follow : | | Facebook | Twitter

Post a Comment

 
Top