0
 (মূল লেখক: অণিক-প্রান্ত, স্যামু ব্লগ)
গুগলে জব করার অনেক ইচ্ছে, হয় তো কিছু দিনের মধ্যে একটা সুখবর পেয়েও যেতে পারি। যাই হোক, কয় দিন আগে গুগল লন্ডন অফিসে গিয়েছিলাম একটা কাজে, কিছু ফটো ও তুলেছিলআম ঘুরে ঘুরে, কিন্তু বৃষ্টির দিন থাকায় বাইরের ফটো গুলো তেমন ভালো হয় নি, তার উপর অবিরত স্নো পড়ছে, তাই গুগল থেকে ই সারা বিশ্বে ছড়িয়ে থাকা গুগল অফিসের ফটো শেয়ার করলাম, ভালো লাগতে দেখতে পারেন।

**Mountain View California, US-
1600 Amphitheater Parkway, Mountain View, Santa Clara County, California তে অবস্থিত গুগলের হেড কোয়াটার।

** New York, US-
হেড কোয়াটার এর বাইরে গুগলের সব চেয়ে বড় হচ্ছে নিউ ইয়র্ক অফিস। ২০০৭ এর ফেব্রুয়ারি তে নতুন অফিস খুলা হয় নিউইয়র্ককে, যেখানে কমবেশি ৫০০ জন কর্মী কাজ করছেন গুগল ফাইনান্স, প্রিন্ট এড, গুগল স্প্রেডশিট, গুগল চেকআউট সহ আরও অনেক কিছু নিয়ে।

**Santa Monica Arizona, US-
যুক্তরাষ্ট্রে গুগলের আরেকটি বিশাল সফটওয়্যার ডেভলপমেন্ট সেন্টার, যেখানে ইঞ্জিনিয়ারগন গুগলের সব চেয়ে কঠিন কঠিন সমস্যা গুলো নিয়ে কাজ করে থাকেন, যেমন সার্চ কোয়ালিটি, ইউটিউব, ভিডিও ও ফটো।

** Chicago, US-
আরেকটি শাখা অফিস।

**Moscow, Russia-
গুগলের সহ-প্রতিষ্ঠাতা Sergey Brin এর জন্মস্থান। গুগল মস্কো হলো রিসার্চ ও ডেভলপমেন্ট সেন্টার।

**Zurich, Switzerland-

**Beijing, China-
Tsinghua University এর কাছে অবস্থিত। গুগল বেইজিং ও মাউনটেইন ভিউ ইউএস হেডকোয়াটার এর মতো।

**Taipei, Taiwan-

**Amsterdam, Netherland-
গুগল অ্যামস্টারডাম এর প্রধান কাজ বিজ্ঞাপন বিক্রি করা ও গ্রাহকদের কাছে কি- ওয়ার্ড সাজেস্ট করা।

** London, England-
ভিক্টোরিয়া স্টেশনের কাছে অবস্থিত লন্ডন গুগল হেড কোয়াটার। ২০০ এর ও বেশি মানুষ যেখানে কর্মরত। আছে নানা রকম বিলাসবহুল সব আয়েসের ব্যবস্থা।

** Tokyo, Japan-

**Sydney, Australia-

** Madrid, Spain-

আজ এ পর্যন্তই।
ভালো থাকা হোক সবার, নিরন্তর।

YOUR NAMEAbout Me
আসসালামু আলাইকুম। নবীন বাংলা ব্লগ সাইটে ভিজিট করার জন্য আপনাকে স্বাগতম। আসলে এই ব্লগ সাইটটি সম্পূর্ণ ব্যক্তিগত। এবং আমি এই সাইটের এডমিন, মূলত ব্লগিং প্রাকটিস এবং মুক্ত জ্ঞাণ চর্চার জন্যই এই সাইটটি ওপেন করেছি। আমার সাইটের পোস্টগুলো অন্যান্য সুনাম খ্যাত ব্লগ সাইটে সমূহে পাবলিশ করে থাকি তথারুপ টেকটিউন্স, টিউনারপেইজ। ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকব নবীন বাংলা ব্লগে লেখালেখি করার চেষ্টা অব্যাহত থাকবে। এখানে অন্যান্য লেখকদের বাছাই করা পোস্টগুলো পাবলিশ করা হয়। এবং ইচ্ছা করলে আপনিও এই ব্লগের অতিথি লেখক হিসাবে শুরু করতে পারেন।পরিশেষে আমার সাইট কিংবা প্রকাশিত লেখা সম্পর্কে কোন আপনাদের অভিযোগ, মতামত, পরামর্শ থাকলে তা সাদরে গ্রহন করা হবে। আবারো ধন্যবাদ ও শুভেচ্ছা সবাইকে!!
Follow : | | Facebook | Twitter

Post a Comment

 
Top