0
দৌড়ে প্রথম হয়েছিলেন তিনি৷ কিন্তু বিচারকদের রায়ে হতে হলো চতুর্থ৷ ১৯৩৮ সালের ঘটনা৷ ফিনল্যান্ডের অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন সেই ভুলের জন্য ক্ষমা চেয়েছে ৭৫ বছর পর৷

ইংরেজিতে একটি কথা আছে, ‘বেটার লেট, দ্যান নেভার’৷ ভালো কাজ একেবারে না হয়ে, একটু দেরিতে হওয়াও ভালো৷ এই যুক্তিতে প্রশংসা করাই যায় ফিনিশ অ্যামেচার অ্যাথলেটিক অ্যাসোসিয়েশন (এসইউএল)-কে৷ পৃথিবীর কত জায়গায় কত মানুষই তো কত রকমের অন্যায় করে ক্ষমা না চেয়ে উল্টো সগর্বে বুক ফুলিয়ে ঘোরে, এসইউএল তো তবু ক্ষমা চেয়েছে!
ফিনল্যান্ডে অলিম্পিক হয়েছিল ১৯৫২ সালে৷ তবে হেলসিঙ্কি অলিম্পিক স্টেডিয়ামের উদ্বোধন হয়েছিল ১৯৩৮ সালে৷ উদ্বোধন উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতাতেই ঘটেছিল ঘটনাটা৷ ১০০ মিটার স্প্রিন্টে প্রথম হয়েছিলেন আব্রাহাম টোকাজিয়ের৷ কিন্তু বিচারকরা বিজয়ী হিসেবে ঘোষণা করেন আরে সাবোলানিয়েন-কে৷ আব্রাহাম টোকাজিয়ের ছিলেন ইহুদি৷ বিচারকদের বিবেচনায় তিনি হলেন চতুর্থ৷ ৭৫ বছর পর সেই ঘটনা আবার উঠে এসেছিল ফিনল্যান্ডের সংবাদ মাধ্যমে৷ এক ইহুদি ক্রীড়াবিদের প্রতি যে বড় রকমের অন্যায় হয়েছিল তা একটা ছবি ছেপে দেখিয়ে দেয়া হয়৷ সমালোচনার ঝড় ওঠে৷ সমালোচনাকে আমলে নিয়ে অবশেষে ক্ষমা চেয়েছে এসইউএল৷ এসইউএল-এর চেয়ারম্যান ভেসা হামাকর্পি এক বিবৃতিতে বলেছেন, ‘‘ফলাফলে যে কোনোরকমের কারচুপিই দুঃখজনক৷ তা খেলাধুলার মৌলিক চেতনার বিরুদ্ধে যায়৷ তাই ওই ঘটনায় যাঁরা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাঁদের কাছে আমি এসইউএল-এর পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি৷”
১৯৩৮ সালের ওই দিনে বিচারকদের ছবি দেখে সিদ্ধান্ত নেয়ার সুযোগ ছিল না৷ এমন পরিস্থিতিতে বড় বড় অনেক ভুলই এখন ক্রীড়া ইতিহাসের অংশ৷ ১৯৮৬ সালের ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে হাত দিয়ে গোল করেছিলেন ডিয়েগো মারাদোনা৷ সেই ম্যাচ জিতে শেষ পর্যন্ত বিশ্বকাপও জিতেছিল আর্জেন্টিনা৷ এমন ভুল আরো আছে ক্রীড়া ইতিহাসে৷ ফিনিশ অ্যামেচার অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের এত আগের ভুলের জন্য ক্ষমা চাওয়া সেই ইতিহাসে এক উজ্জ্বল ব্যাতিক্রম৷

YOUR NAMEAbout Me
আসসালামু আলাইকুম। নবীন বাংলা ব্লগ সাইটে ভিজিট করার জন্য আপনাকে স্বাগতম। আসলে এই ব্লগ সাইটটি সম্পূর্ণ ব্যক্তিগত। এবং আমি এই সাইটের এডমিন, মূলত ব্লগিং প্রাকটিস এবং মুক্ত জ্ঞাণ চর্চার জন্যই এই সাইটটি ওপেন করেছি। আমার সাইটের পোস্টগুলো অন্যান্য সুনাম খ্যাত ব্লগ সাইটে সমূহে পাবলিশ করে থাকি তথারুপ টেকটিউন্স, টিউনারপেইজ। ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকব নবীন বাংলা ব্লগে লেখালেখি করার চেষ্টা অব্যাহত থাকবে। এখানে অন্যান্য লেখকদের বাছাই করা পোস্টগুলো পাবলিশ করা হয়। এবং ইচ্ছা করলে আপনিও এই ব্লগের অতিথি লেখক হিসাবে শুরু করতে পারেন।পরিশেষে আমার সাইট কিংবা প্রকাশিত লেখা সম্পর্কে কোন আপনাদের অভিযোগ, মতামত, পরামর্শ থাকলে তা সাদরে গ্রহন করা হবে। আবারো ধন্যবাদ ও শুভেচ্ছা সবাইকে!!
Follow : | | Facebook | Twitter

Post a Comment

 
Top