0
 (মূল লেখক: তারেক অনু, সচালায়তন)

উপরের ছবিটি দেখে আমার এক বন্ধু বলেছিল ছবিটা কিউবার প্রতীক! কিভাবে- সেই সিগার, সেই অ্যান্টিক গাড়ী, সেই পানামা হ্যাট! কিউবার শেষ পোস্টে বলেছিলাম সবুজ দ্বীপটা নিয়ে নতুন কোন গল্প সহসা আঁকব না, মনের গভীর থেকে কোন স্মৃতি বের হবার জন্য ভীষণ জোরাজুরি শুরু করলে তবেই আবার স্মৃতিচারণ করব কিউবা নিয়ে।

 কিন্তু গত শুক্রবারে বিখ্যাত নাট্যকার এবং অভিনেতা মামুনুর রশিদের এক সাক্ষাৎকারে দেখলাম তিনি বলেছেন- মানুষ যে কত ভাল হতে পারে তা আমি কিউবা যেয়ে বুঝেছি। কেন যেন এরপর থেকেই অনেকগুলো ঘটনা ক্রমাগত তাদের অস্তিত্ব জানান দিতেই আছে মাথার ধূসর নিউরনে! ভাবলাম, ঘটনাগুলো আপাতত থাক, বরং কিছু আলোকচিত্রই ভাগাভাগি করি সবার সাথে, সেই সাথে এর কয়েকটার পিছনের কাহিনী। ( কিছু ছবি সচলে আগের কোন পোস্টে এসে থাকতেও পারে)। আর সবুজ সেই দ্বীপের আর তার সংগ্রামী জনতার গল্প? পরের বারের জন্য তোলা থাক—
ইউনেস্কো কতৃক বিশ্বের সবচেয়ে নয়নাভিরাম স্থান বলে নির্বাচিত ভিনিয়ালাসের স্বর্গ উপত্যকা
300539_10150842110155497_608590496_21173305_1551111368_n
বপন
429651_10151364187630497_608590496_23407436_1385523351_n
নীলাম্বরী
430489_10151310349605497_608590496_23225438_2002389464_n
উড়াল
422387_10151377339325497_608590496_23460858_798381066_n
হাভানা
560326_10151462607615497_608590496_23796461_1371621895_n
ছবির ঝাঁকড়া গাছটি দেখে হেনরী রাইডার হ্যাগার্ডের অমর সৃষ্টি অ্যালান কোয়াটারমেইনের কিছু লাইন মনে পড়েছিল–
311809_10150810683215497_608590496_20939613_84330544_n
সুন্দর বড় গাছ দেখতে চিরদিনই আমার ভাল লাগে। শৈত্যপ্রবাহের সময় কি গর্বভরে মাঠ উঁচু করে থাকে ওরা, প্রাণ ভরে অনুভব করে বসন্তের পদধ্বনি! কি অসাধারণ শোনায় তাদের কণ্ঠ, যখন তারা কথা বলে বাতাসের সাথে। পাতার ফিসফিসানির কাছে হার মানে বায়ূ দেবতা ঈওল্যাসের হাজারটা বীণা। সারাদিন পাতাগুলো চেয়ে চেয়ে দেখে সূর্যালোক, সারারাত ধরে দেখে তারা। শতাব্দীর পর শতাব্দী তাদের খাবার জোগায় মা ধরিত্রী। অনেক দালান-কোঠা-বংশের উত্থান পতন দেখার পর অবশেষে ঘনিয়ে আসে চূড়ান্ত দিন। হয় লড়াইয়ে সেদিন জিতে যায় বাতাস, নয়তো নেমে আসে অস্বাভাবিক মৃত্যু।
বড় একটা গাছ কাটার আগে সবার একবার ভেবে দেখা দরকার।
সৈকতে
310754_10150827564850497_608590496_21073637_1229373311_n
ঘোড়সওয়ার
580553_10151561074780497_608590496_24124702_1407413365_n
কাঠ ঠোকা সহজ নয় !
559465_10151582032425497_608590496_24206723_1222030372_n
স্বর্গ
550081_10151561154880497_608590496_24125120_13691531_n
বিদায় বর্ণবাদ!
531361_10151448888400497_608590496_23745366_1143039139_n
গাঁ
561772_10151486205455497_608590496_23890171_21970676_n
বৌনি
548716_10151452794055497_608590496_23762582_1317918492_n
সোনাঝরা রোদ
306939_10150865099455497_608590496_21344998_718195126_n
প্রহরী
521735_10151462607260497_608590496_23796457_938002510_n
কুসুমিত ইস্পাত ( হামিং বার্ডটিকে কাঁটাতারের বেড়ার উপরে বসতে দেখে কবি হুমায়ূন কবিরের অমর কাব্য গ্রন্থটির নাম পড়ে ছিল, যেন ইস্পাতের সেই নিষ্ঠুর কর্কশ বেড়া কুসুমিত হয়ে উঠেছিল পাখিটির কোমলতায়)
539721_10151469665700497_608590496_23829885_1901979449_n
ক্যামিলো
547656_10151484019995497_608590496_23881455_305865023_n
ক্রান্তীয় ঝড়
418473_10151396593935497_608590496_23533616_917646080_n
রিকশা
426953_10151341319080497_608590496_23320580_559303318_n
শেষ আশ্রয়
425892_10151316435230497_608590496_23237673_1177878176_n
সুখ
390900_10151041636900497_608590496_22241069_1445474279_n
মাছের খোঁজে
381659_10150949927235497_608590496_21910810_1280072636_n
উপনিবেশ
390263_10151043913855497_608590496_22245819_1755797578_n
ক্রীড়া
422178_10151350008565497_608590496_23352565_1415164335_n
অপেক্ষা
424066_10151394069575497_608590496_23521810_14931932_n
রঙিলা
383775_10151056268415497_608590496_22284114_86329806_n
খামার
380478_10151089510425497_608590496_22419158_655100272_n
কোমলতা
383597_10151056275760497_608590496_22284132_1274523719_n
ফলের দোকান
409179_10151089505725497_608590496_22419139_300959242_n
নির্ভরতা
428333_10151391875185497_608590496_23513544_963973707_n
প্রবাল সাগর
431236_10151364188060497_608590496_23407443_780458504_n
নিষ্পাপ
380884_10151055246840497_608590496_22280705_1812256726_n
প্রকৃতি
386620_10151055247165497_608590496_22280706_201291191_n
নীল নির্জনে
376132_10151059086625497_608590496_22294224_748314379_n
ফল বিক্রেতা
307843_10150821774280497_608590496_21032626_1170880418_a
দেবদূত
374584_10150931404630497_608590496_21817478_1982792281_n
বাদা বন
387522_10151059087180497_608590496_22294226_669954879_n
প্রতিবেশী
407204_10151341318850497_608590496_23320577_555649440_n
দ্বীপের রাজা
418165_10151377339450497_608590496_23460861_1667620470_n
জীবনের এই সব গল্প বেঁচে রবে চিরকাল
377636_10150931404455497_608590496_21817474_1822591828_n
আড্ডা
301296_10150856217670497_608590496_21273043_2140540998_n
প্রতিচ্ছবি
417767_10151370079530497_608590496_23427804_1267370716_n
মায়া
420633_10151370084565497_608590496_23427817_635209384_n
উষ্ণতার সন্ধানে
316243_10150854828835497_608590496_21264453_1194230027_n
পাহাড়ি ভোর
316405_10150851566530497_608590496_21246535_1077590306_n
ওল্ড হাভানা
418347_10151303079925497_608590496_23207317_1651826351_n
রঙ
387728_10151075698485497_608590496_22357746_1600944731_n
মুখ ও মুখোশ
380022_10151067379420497_608590496_22321810_48884262_n
জেলি ফিশ
383638_10151067379610497_608590496_22321812_286380184_n
এক বিকেলে
387358_10151063019880497_608590496_22307623_1157311981_n
সমুদ্র
385484_10151072271220497_608590496_22340089_318516229_n
দম্পতি
64124_10151361555585497_608590496_23399981_1326896352_n
(অবশ্য এই ছবির নিচে তাসনীম ভাই লিখেছিলেন- আলহামদুলিল্লাহ…এই শরীর নিয়ে আর বিপ্লব করা যাবে না। বিপ্লব ইজ ওভার।)
তেপান্তর
390514_10151072271370497_608590496_22340090_1888670350_n
কিউবায় বঙ্গসন্তান
378022_10151067379770497_608590496_22321814_34878777_n
বইয়ের দোকান
406460_10151325295680497_608590496_23269285_238914484_n
জীবনের জলছবি
292588_10151424247380497_608590496_23647912_200289221_n
ধূসর গোধূলি
299023_10150931404820497_608590496_21817481_685167776_n
উচ্ছল
299840_10150816209125497_608590496_20992892_444966451_n
ক্ল্যাসিক যান!
420153_10151364187800497_608590496_23407439_1875966833_n
শস্যক্ষেত্র
374641_10151072271470497_608590496_22340092_956272936_n
দাস ব্যবসায় ব্যবহৃত দুর্গ
386600_10151075075335497_608590496_22353854_886507795_n
দৃষ্টি
417320_10151310349930497_608590496_23225440_227954476_n
ইতিহাসের সাক্ষী
393327_10151044355645497_608590496_22246581_551338245_n
পূজারীর বিশ্বাসেই দেবতা বেঁচে থাকে-
381333_10151054642110497_608590496_22279056_472835719_n
সীমানা
294594_10150805461335497_608590496_20903600_1967323462_n
বাটারফ্লাই এফেক্ট
386185_10151051591670497_608590496_22267817_1761275545_n
কৈবর্তকথা
389482_10151051581920497_608590496_22267762_1269392050_n
বন পাহাড় হ্রদ
389419_10151046571945497_608590496_22252455_1865058999_n
এটি কোন ভাল ছবি নয়, কিন্তু শুধুমাত্র হামিংবার্ড কিভাবে বৃষ্টির সময় তার বিশাল জিহ্বা বাহির করে জলপান করে সেটি দেখানোর জন্য দেওয়া।
295895_10150862243285497_608590496_21327061_515738174_n
মাঠের পারে দূরের দেশ
299200_10150819678090497_608590496_21019165_922158003_n
সময়
302219_10150978177990497_608590496_22035301_581577269_n
এটি কিউবার রাস্তায় তোলা আমার সবচেয়ে প্রিয় ছবি। পার্বত্য শহর ভিনিয়ালেসের এক ক্ষুদে ক্যাফেতে বসে উপত্যকায় সন্ধ্যা ঘনিয়ে আসা উপভোগ করছি চমৎকার আইসক্রিমের সাথে, রাস্তার ওপর পাড়ে দেখি দাদীমা দাড়িয়ে আছেন, আর বেশ দূরে দেখি ছবির তরুণী হেঁটে আসছে সেদিক পানেই। চকিতেই মনে হল তাদের একসাথে যদি ফ্রেমবন্দী করতে পারি, একটা গল্পময় আলোকচিত্র হতেও পারে। লেন্স তাক করে বসেছিলাম খানিকক্ষণ এই অসাধারণ মুহূর্তটির জন্য।

YOUR NAMEAbout Me
আসসালামু আলাইকুম। নবীন বাংলা ব্লগ সাইটে ভিজিট করার জন্য আপনাকে স্বাগতম। আসলে এই ব্লগ সাইটটি সম্পূর্ণ ব্যক্তিগত। এবং আমি এই সাইটের এডমিন, মূলত ব্লগিং প্রাকটিস এবং মুক্ত জ্ঞাণ চর্চার জন্যই এই সাইটটি ওপেন করেছি। আমার সাইটের পোস্টগুলো অন্যান্য সুনাম খ্যাত ব্লগ সাইটে সমূহে পাবলিশ করে থাকি তথারুপ টেকটিউন্স, টিউনারপেইজ। ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকব নবীন বাংলা ব্লগে লেখালেখি করার চেষ্টা অব্যাহত থাকবে। এখানে অন্যান্য লেখকদের বাছাই করা পোস্টগুলো পাবলিশ করা হয়। এবং ইচ্ছা করলে আপনিও এই ব্লগের অতিথি লেখক হিসাবে শুরু করতে পারেন।পরিশেষে আমার সাইট কিংবা প্রকাশিত লেখা সম্পর্কে কোন আপনাদের অভিযোগ, মতামত, পরামর্শ থাকলে তা সাদরে গ্রহন করা হবে। আবারো ধন্যবাদ ও শুভেচ্ছা সবাইকে!!
Follow : | | Facebook | Twitter

Post a Comment

 
Top