0
গত টিউনের মতো আজ ও আমি একটা Android অ্যাপ নিয়ে এসেছি । যদিও এই টা একটা Paid অ্যাপ । আমি এই অ্যাপ টা আপনাদের ফ্রী তে দিব । এই অ্যাপ টি একটি Android file manager । অনেক ইউজার রাই বলছে যে এই টা সব চেয়ে সেরা ফাইল মেনাজার । এবং এই টার গড় রেটিং ৪.৮ যা আসলেই একটা সেরা রেটিং । চলেন দেখি এই আপ টি তে কত জন ভোট দিয়েছেন এবং কত জন কত
রেটিং দিয়েছেন ঃ
মোট ভতে দিয়েছেন ঃ 21,951
এদের মধ্যে ৫ রেটিং দিয়েছেন ঃ 18,801
৪ রেটিং দিয়েছেন ঃ 2,074
৩ রেটিং দিয়েছেন ঃ 441
২ রেটিং দিয়েছেন ঃ 134
এবং সর্বশেষ 501 জন দিয়েছেন ১ রেটিং ।
চলুন এবার এই অ্যাপ টির ডাউনলোড লিঙ্ক টি দেই । নিচে ডাউনলোড লিঙ্ক দেওয়া আছে আপনি শুধু ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে ।
ফ্রী ডাউনলোড লিঙ্ক
ইচ্ছা করলে অ্যাপ টির গুগল প্লে লিঙ্ক এ ও গিয়ে দেখতে পারেন নিচে গুগল প্লে লিঙ্ক দিলাম
গুগল প্লে লিঙ্ক
আজ এই পর্যন্তই আগামীতে আরও অ্যাপ নিয়ে আসতে পারব আশা করি ।
ইচ্ছা করলে আমার Free Android Apps সাইট টি ঘুরে আসতে পারেন অথবা আমার ফেসবুক পেজ এ লাইক দিতে পারেন । ধন্যবাদ সবাইকে ।
 

YOUR NAMEAbout Me
আসসালামু আলাইকুম। নবীন বাংলা ব্লগ সাইটে ভিজিট করার জন্য আপনাকে স্বাগতম। আসলে এই ব্লগ সাইটটি সম্পূর্ণ ব্যক্তিগত। এবং আমি এই সাইটের এডমিন, মূলত ব্লগিং প্রাকটিস এবং মুক্ত জ্ঞাণ চর্চার জন্যই এই সাইটটি ওপেন করেছি। আমার সাইটের পোস্টগুলো অন্যান্য সুনাম খ্যাত ব্লগ সাইটে সমূহে পাবলিশ করে থাকি তথারুপ টেকটিউন্স, টিউনারপেইজ। ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকব নবীন বাংলা ব্লগে লেখালেখি করার চেষ্টা অব্যাহত থাকবে। এখানে অন্যান্য লেখকদের বাছাই করা পোস্টগুলো পাবলিশ করা হয়। এবং ইচ্ছা করলে আপনিও এই ব্লগের অতিথি লেখক হিসাবে শুরু করতে পারেন।পরিশেষে আমার সাইট কিংবা প্রকাশিত লেখা সম্পর্কে কোন আপনাদের অভিযোগ, মতামত, পরামর্শ থাকলে তা সাদরে গ্রহন করা হবে। আবারো ধন্যবাদ ও শুভেচ্ছা সবাইকে!!
Follow : | | Facebook | Twitter

Post a Comment

 
Top