মূল লেখক: মুবিন ( টিটি সাইট, ২০/০১/২০১৪)
অনেকদিন ধরেই ভাবছিলাম "মজার গণিত" ব্লগের জন্যে একটা অ্যাপ বানাবো। কিন্তু সময় করে উঠতে পারিনি! ! জানুয়ারীর ২ তারিখ হতে কাজ শুরু করলাম। আমি অ্যাপ বানানোর কাজে পুরাই নতুন। তাই, টাইমটা বেশিই লাগলো। ১৩ ই জানুয়ারী, ২০১৪ ইং তারিখে কোনমতে অ্যাপ বানানোর কাজ শেষ করলাম। দীর্ঘ ১২ দিন কষ্ট করে অ্যাপটা বানালাম। এরপর, মোবাইলে অ্যাপটা নিয়ে অ্যাপ্লিকেশনে কোনো সমস্যা আছে কিনা?- টা দেখতে থাকলাম আর অ্যাপ এর বাগগুলা ফিক্স করতে থাকলাম। সবশেষে, গতকাল ১৯/১২/১৪ ইং তারিখ, রোজ রবিবার, রাত ১১ টা বেজে ৩৫ মিনিটে অ্যাপ্লিকেশনটার ফাইনাল কাজ সম্পন্ন করে মিডিয়াফায়ারে আপলোড দিলাম।
ডাউনলোড করার পূর্বে অ্যাপ্লিকেশনের কিছু স্ক্রিনশট দেখে নিতে পারেন-







অনেক ফটো দেখা হল!
অনেকদিন ধরেই ভাবছিলাম "মজার গণিত" ব্লগের জন্যে একটা অ্যাপ বানাবো। কিন্তু সময় করে উঠতে পারিনি! ! জানুয়ারীর ২ তারিখ হতে কাজ শুরু করলাম। আমি অ্যাপ বানানোর কাজে পুরাই নতুন। তাই, টাইমটা বেশিই লাগলো। ১৩ ই জানুয়ারী, ২০১৪ ইং তারিখে কোনমতে অ্যাপ বানানোর কাজ শেষ করলাম। দীর্ঘ ১২ দিন কষ্ট করে অ্যাপটা বানালাম। এরপর, মোবাইলে অ্যাপটা নিয়ে অ্যাপ্লিকেশনে কোনো সমস্যা আছে কিনা?- টা দেখতে থাকলাম আর অ্যাপ এর বাগগুলা ফিক্স করতে থাকলাম। সবশেষে, গতকাল ১৯/১২/১৪ ইং তারিখ, রোজ রবিবার, রাত ১১ টা বেজে ৩৫ মিনিটে অ্যাপ্লিকেশনটার ফাইনাল কাজ সম্পন্ন করে মিডিয়াফায়ারে আপলোড দিলাম।
ডাউনলোড করার পূর্বে অ্যাপ্লিকেশনের কিছু স্ক্রিনশট দেখে নিতে পারেন-
হোম মেন্যুঃ
মজার গনিতের লেখাসমুহঃ
মজার গনিতের বিভাগসমুহঃ
গণিতের গণিতবিদঃ
মতামতের পাতাঃ
পোস্টের নমুনাঃ
গণিতবিদের জীবনীর নমুনাঃ
অনেক ফটো দেখা হল!
! এবার ডাউনলোড করার পালা!
ডাউনলোড লিংকঃ http://mojargonit.blogspot.com/p/app.html
অ্যাপ্লিকেশন ভার্সনঃ 1.0
সাইজঃ ১.২১ এমবি

Post a Comment