0
মূল লেখক: মুবিন ( টিটি সাইট, ২০/০১/২০১৪)

অনেকদিন ধরেই ভাবছিলাম "মজার গণিত" ব্লগের জন্যে একটা অ্যাপ বানাবো। কিন্তু সময় করে উঠতে পারিনি! ! জানুয়ারীর ২ তারিখ হতে কাজ শুরু করলাম। আমি অ্যাপ বানানোর কাজে পুরাই নতুন। তাই, টাইমটা বেশিই লাগলো। ১৩ ই জানুয়ারী, ২০১৪ ইং তারিখে কোনমতে অ্যাপ বানানোর কাজ শেষ করলাম। দীর্ঘ ১২ দিন কষ্ট করে অ্যাপটা বানালাম। এরপর, মোবাইলে অ্যাপটা নিয়ে অ্যাপ্লিকেশনে কোনো সমস্যা আছে কিনা?- টা দেখতে থাকলাম আর অ্যাপ এর বাগগুলা ফিক্স করতে থাকলাম। সবশেষে, গতকাল ১৯/১২/১৪ ইং তারিখ, রোজ রবিবার, রাত ১১ টা বেজে ৩৫ মিনিটে অ্যাপ্লিকেশনটার ফাইনাল কাজ সম্পন্ন করে মিডিয়াফায়ারে আপলোড দিলাম।
ডাউনলোড করার পূর্বে অ্যাপ্লিকেশনের কিছু স্ক্রিনশট দেখে নিতে পারেন-

হোম মেন্যুঃ


মজার গনিতের লেখাসমুহঃ


মজার গনিতের বিভাগসমুহঃ


গণিতের গণিতবিদঃ

মতামতের পাতাঃ

পোস্টের নমুনাঃ

গণিতবিদের জীবনীর নমুনাঃ


অনেক ফটো দেখা হল! :P ! এবার ডাউনলোড করার পালা!

ডাউনলোড লিংকঃ http://mojargonit.blogspot.com/p/app.html

অ্যাপ্লিকেশন ভার্সনঃ 1.0
সাইজঃ ১.২১ এমবি

YOUR NAMEAbout Me
আসসালামু আলাইকুম। নবীন বাংলা ব্লগ সাইটে ভিজিট করার জন্য আপনাকে স্বাগতম। আসলে এই ব্লগ সাইটটি সম্পূর্ণ ব্যক্তিগত। এবং আমি এই সাইটের এডমিন, মূলত ব্লগিং প্রাকটিস এবং মুক্ত জ্ঞাণ চর্চার জন্যই এই সাইটটি ওপেন করেছি। আমার সাইটের পোস্টগুলো অন্যান্য সুনাম খ্যাত ব্লগ সাইটে সমূহে পাবলিশ করে থাকি তথারুপ টেকটিউন্স, টিউনারপেইজ। ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকব নবীন বাংলা ব্লগে লেখালেখি করার চেষ্টা অব্যাহত থাকবে। এখানে অন্যান্য লেখকদের বাছাই করা পোস্টগুলো পাবলিশ করা হয়। এবং ইচ্ছা করলে আপনিও এই ব্লগের অতিথি লেখক হিসাবে শুরু করতে পারেন।পরিশেষে আমার সাইট কিংবা প্রকাশিত লেখা সম্পর্কে কোন আপনাদের অভিযোগ, মতামত, পরামর্শ থাকলে তা সাদরে গ্রহন করা হবে। আবারো ধন্যবাদ ও শুভেচ্ছা সবাইকে!!
Follow : | | Facebook | Twitter

Post a Comment

 
Top