আপনারা যারা Windows 8.1 ব্যবহার করছেন, তারা অনেকেই হয়তো Activate করতে পেরেছেন। কিন্তু আমি ব্যক্তিগত ভাবে জানি, একই এক্টিভেটরে সবার কাজ হয় না। অনেক সময় দেখা যায় একই পিসিতে একটি এক্টিভেটর কাজ করে, পরের বার সেই পিসিতেই কাজ করে না।
কিছু কিছু Activator এ নেট কানেক্ট থাকা লাগে, কোনটাতে কানেক্ট করা থাকলে সমস্যা হয়। আবার অনেক সময় অটো আপডেট এনাবলড থাকার কারণে এক্টিভেটর কাজ করে না। কেউ কেউ থার্ড পার্টি এন্টিভাইরাস ব্যবহার করে থাকেন। এটাও এক্টিভেট না করতে পারার অন্যতম একটা কারণ।
তবে অন্যান্য Activator এর তুলনায় KMS সাধারণত ভাল কাজ করে। আজ আমি যেটা শেয়ার করব সেটা মাত্র ৩২০ কেবি। কিন্তু আগেই যদি অন্য কেউ শেয়ার করে থাকে তাহলে সেজন্য আমি আন্তরিকভাবে দু:খিত নই! :(
বি:দ্র: এই crack টি একই সাথে উইন্ডোজ এবং অফিস এক্টিভেট করতে সক্ষম। এবং সম্ভবত উইন্ডোজ ৮, ৮.১, অফিস ২০১০ এবং ১৩ এর সবগুলো ভার্সন ই এক্টিভেট করতে পারে। কিন্তু আমার কাছে সব না থাকায় পরীক্ষা করতে পারিনি। আপানারা ব্যবহার করেই বলুন কতটুকু কাজে লাগে। আর যদি কারো এক্টিভেট করতে সমস্যা হয় তবে আমাকে জানাবেন। আমার কাছে আরো ৩ টা আছে। একটা কাজ না করলে আরেকটা করবে।
নিচের বাটন থেকে ডাউনলোড করে নিন:
কিছু কিছু Activator এ নেট কানেক্ট থাকা লাগে, কোনটাতে কানেক্ট করা থাকলে সমস্যা হয়। আবার অনেক সময় অটো আপডেট এনাবলড থাকার কারণে এক্টিভেটর কাজ করে না। কেউ কেউ থার্ড পার্টি এন্টিভাইরাস ব্যবহার করে থাকেন। এটাও এক্টিভেট না করতে পারার অন্যতম একটা কারণ।
তবে অন্যান্য Activator এর তুলনায় KMS সাধারণত ভাল কাজ করে। আজ আমি যেটা শেয়ার করব সেটা মাত্র ৩২০ কেবি। কিন্তু আগেই যদি অন্য কেউ শেয়ার করে থাকে তাহলে সেজন্য আমি আন্তরিকভাবে দু:খিত নই! :(
বি:দ্র: এই crack টি একই সাথে উইন্ডোজ এবং অফিস এক্টিভেট করতে সক্ষম। এবং সম্ভবত উইন্ডোজ ৮, ৮.১, অফিস ২০১০ এবং ১৩ এর সবগুলো ভার্সন ই এক্টিভেট করতে পারে। কিন্তু আমার কাছে সব না থাকায় পরীক্ষা করতে পারিনি। আপানারা ব্যবহার করেই বলুন কতটুকু কাজে লাগে। আর যদি কারো এক্টিভেট করতে সমস্যা হয় তবে আমাকে জানাবেন। আমার কাছে আরো ৩ টা আছে। একটা কাজ না করলে আরেকটা করবে।
নিচের বাটন থেকে ডাউনলোড করে নিন:
Download Activator
তেমন কোন জটিল কাজ না। খুবই সহজ।- প্রথমেই জিপ ফাইলটি আনজিপ করে নিন। তারপর exe ফাইলটি ডবল ক্লিক করে ওপেন করুন। (নেট একটিভ থাকই বোধহয় ভাল, এটা পরীক্ষা করতে পারিনি)
- তারপর একটা কমান্ড উইন্ডো আসবে। সেখানে প্রয়োজনমত ১, ২, বা ৩ প্রেস করুন। আপনার পছন্দ অনুযায়ী।
- এবারে একটা অনুমতি চাইতে পারে। Allow করে দিন। কিছুক্ষণ অপেক্ষা করুন।
- Activation মেসেজ পাবার পর উইন্ডো বন্ধ করে দিন। তারপর সিস্টেম প্রপার্টিজ থেকে দেখে নিন এক্টিভেট হল কিনা।

Post a Comment