0
আসা করি সবাই ভালো আছেন । আমিও আপনাদের দোয়ায় ভালো আছি । প্রথমেই মহান বিজয় দিবসের শুভেচ্ছা জানাই।
অনেক ত্যাগের বিনিময়ে যারা আমাদের এই স্বাধীনতা এনে দিসে তাদের জন্য হাজারও ফুল এর শ্রদ্ধা ।
আছকে আপনাদের যে সফটওয়্যারটা দিব তা হলো - Advance System Care 7 Pro. এটা সম্পকে নতুন করে বলার কিছুই নাই ।

তবে একটা কথা বলবে চাই যে - এই নতুন ভার্সনটি ব্যবহার করে আসা করি আপনাদের অনেক ভালো লাগবে ।
তাই আর কথা না বারিয়ে এখনই ডাউনলোড করুন । আর ভিতরে কিন্তু সিরিয়াল কি দেওয়া আছে । সবাই ভালো থাকবেন ।

এখানে ক্লিক করুন- Download ASC 7pro


YOUR NAMEAbout Me
আসসালামু আলাইকুম। নবীন বাংলা ব্লগ সাইটে ভিজিট করার জন্য আপনাকে স্বাগতম। আসলে এই ব্লগ সাইটটি সম্পূর্ণ ব্যক্তিগত। এবং আমি এই সাইটের এডমিন, মূলত ব্লগিং প্রাকটিস এবং মুক্ত জ্ঞাণ চর্চার জন্যই এই সাইটটি ওপেন করেছি। আমার সাইটের পোস্টগুলো অন্যান্য সুনাম খ্যাত ব্লগ সাইটে সমূহে পাবলিশ করে থাকি তথারুপ টেকটিউন্স, টিউনারপেইজ। ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকব নবীন বাংলা ব্লগে লেখালেখি করার চেষ্টা অব্যাহত থাকবে। এখানে অন্যান্য লেখকদের বাছাই করা পোস্টগুলো পাবলিশ করা হয়। এবং ইচ্ছা করলে আপনিও এই ব্লগের অতিথি লেখক হিসাবে শুরু করতে পারেন।পরিশেষে আমার সাইট কিংবা প্রকাশিত লেখা সম্পর্কে কোন আপনাদের অভিযোগ, মতামত, পরামর্শ থাকলে তা সাদরে গ্রহন করা হবে। আবারো ধন্যবাদ ও শুভেচ্ছা সবাইকে!!
Follow : | | Facebook | Twitter

Post a Comment

 
Top