0
 (মূল লেখক: তারেক-অনু, সচালায়তন)
শিকলের ঝনঝন, ধাতব বর্মের সাথে সুতীক্ষ তলোয়ারের আলতো স্পর্শে উৎসরিত ধ্বনি , ঘোড়ার হ্রেষা- সব অলীক শব্দ একই সাথে প্রবেশ করল কর্ণকুহরে, সেই সাথে চোখ জুড়াল চকচকে শিরস্ত্রাণে প্রতিফলিত রোদ্দুর, কামারের আগুন, সারি সারি তাবু, আর এক আজব তীরন্দাজকে দেখে। সবুজ পোশাকের লোকটা ভাবে রবিন হুড হলেও তীর ছোড়াতে এখনো যোজন যোজন পেছনে আছে, তবুও তাকে ঘিরে উৎসাহী জনতার ভিড়, আর পাশেই একগাছে লটকানো দাগী আসামীর ছবি।
IMG_2909
479844_10153075469940497_326187978_n
ঘোড়ার পিঠে চাপানো জমকালো জিনে সওয়ার হয়ে এলেন চার অশ্বারোহী, চার জন চার আলাদা আলাদা জাতির প্রতিনিধিত্ব করছেন ক্রুসেডের সময়কার, পোশাকও পড়েছেন সেই হিসেবেই, – আরব মুসলিম, ব্রিটিশ নাইট, ক্যাথলিক স্প্যানিশ, আর এক ব্যাটা নাম না জানা ভবঘুরে, যুদ্ধে যাচ্ছে খাওয়া পরার নিশ্চয়তায়, পবিত্র ভূমি উদ্ধারের টানে নয়। লেগে গেল যুদ্ধ, ঘোড়ার খুরের আঘাতে প্রকম্পিত বালুময় যুদ্ধক্ষেত্র, তলোয়ারে তলোয়ারে ঠোকাঠুকি লেগে ছুটল আগুনে ফুলঝুরি, দেখা যাক কে জিতে এবারের ক্রুসেডে!
936474_10153075470110497_626669607_n
224340_10152049126115497_318286514_n
সবটাই সাজানো খেলা যদিও, এসেছি ফিনল্যান্ডের হামেনলিন্না শহরে, সেখানে অতল নীল হ্রদের পাড়ে প্রতি গ্রীষ্মে কয়েক দিনের জন্য বসে এই মধ্যযুগীয় মেলা, সারা ইউরোপ থেকে আসে যোগদানকারীরা- কেউ কামার, কেউ কুমোর, কেউ যোদ্ধা, কেউ মদের যোগানদার! নিজেদের মাঝে প্রতিযোগিতাও চলে তাদের বছরের সেরা অভিনেতা হিসেবে! বিশাল এলাকা ঘেরা হয়েছে বেড়া দিয়ে, টিকেট কেটে প্রবেশ করলেই আপনি চলে যাবেন হাজার বছর আগের এক মেলাতে, তেমনই কাপড়চোপড় গায়ে, বাতাসে আলখেল্লা ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছে আবালবৃদ্ধবণিতা।
1009825_10153075469930497_418359733_n
998215_10153075470305497_255721780_n
IMG_3008
IMG_2957
আর আছে বেশুমার খাবারের দোকান, সেই সময়ের ঘোড়ার স্ট্যু থেকে শুরু করে উৎকৃষ্ট সসেজ, গরুর ভাজা মাংস, চিনি লাগানো আপেল কি নেই! এখানেই দেখা মিলল ফ্রায়ার টাকের সাথে!
IMG_2893
মনে আছে তো রবিন হুডের সেই যুদ্ধবাজ মহৎপ্রাণ সন্ন্যাসী ফাদার টাকের কথা- যার বাইবেলের জ্ঞান, তলোয়ারের দক্ষতা, খাবার নেশা পরিণত হয়েছিল তার জীবদ্দশাতেই কিংবদন্তীতে। সেই ব্যাটা দেখি চামড়ার পোশাকে ঘেমে নেয়ে উঠেছে আস্ত একটা শুয়োর অল্প আঁচে গ্রিল করতে করতে।
IMG_2889
তার পাশেই গরমে তিতিবিরক্ত হয়ে হ্রদের ধারে কফি পান করছেন কোন ভাইকিং দেবতা, পায়ের কাছে একান্ত অনুগতর মত ঘুরঘুর করছে নেকড়েসদৃশ এক ভীম হাস্কি।
558793_10153075469935497_1740261095_n
(যদিও ভাইকিংরা কখনোই এই শিংওয়ালা হেলমেট ব্যবহার করত বলে প্রমাণ মিলে নাই, মানুষ কল্পনা থেকে ধার নিয়েছে এই সুদৃশ্য শিরস্ত্রাণের ধারণা), হাতে কফির কাপটা না থাকলে, আর এক চোখে পট্টি থাকলে পুরাই অডিন লাগত ভাইকিং চাচ্চুকে, কিন্তু কে বলবে তাকে সেই কথা! কার ঘাড়ে কটা মাথা!
559296_10152046973760497_1217510195_n
কামারের দোকানগুলো আলাদা ভাবে নজর কাড়ল, বিশাল এক ধাতব প্যাঁচা ঘোষণা করছে তাদের অস্তিত্ব।
IMG_2888
প্যাঁচাটির দাম জিজ্ঞাসা করে ভেবড়ে যেয়ে স্রেফ উপভোগ করার সিদ্ধান্তই যুক্তিযুক্ত মনে হল। কী করে নানা ধরনের ছুরি, বল্লমের ফলা, বর্ম, মুখোশ, ঢাল সেই আমলে তৈরি করা হত তা দেখানো হচ্ছে হাতে কলমে, দারুণ এক হাতের বর্ম দেখে মনে হল লর্ড অফ দ্য রিংসের সেই ডার্ক লর্ডের কাটা পড়া হাত!
IMG_2907
IMG_2903
549470_10153075470440497_1771626780_n
IMG_3023
IMG_3016
মেলা দেখতে আগত শিশুদের দেখে সবচেয়ে ভালো লাগল, দু চোখ ভর্তি নিখাদ বিস্ময় নিয়ে গিলছে তারা মধ্যযুগীয় বিশ্ব। নাইটের ঘোড়া, কুমারের চাকা, তীরন্দাজের মাথার পালক সবকিছুতেই সমান আগ্রহ শিশুমনের। তাদের অনেকেই আবার প্রাচীন বেশভূষা জড়িয়ে হয়ে গেছে মেলারই অংশ।
IMG_3019
73436_10153075470270497_1034711636_n
543771_10153075470080497_642954859_n
533197_10152055627360497_2001667815_n
376627_10152055627440497_1925922162_n
দুই নাইটের সাথে কথা হল, একজন এসেছে বেলজিয়াম থেকে, অন্যজন ফরাসী। বললাম, ইতিহাসরা বলে নাইটরা ছিল স্রেফ ভাড়াটে সৈন্য, তাদের কোন ন্যায়-অন্যায় বোধ বা নীতি ছিল না। যে পয়সা দিত তার পক্ষেই যুদ্ধ করত, কিন্তু সাহিত্য আর চলচ্চিত্রে তারা হয়ে গেছে দুষ্টের দমনকারী, নারীনির্যাতন বিরোধী, সমাজের ফুলের মত চরিত্রের প্রতিভূ, এই ব্যাপারটা তোমরা কী ভাবে দেখ? ঘাড় নেড়ে স্রেফ শ্রাগ করে বলল- জানি না, এইটাই আমার জীবিকা, এই করেই তো চলছে, আমি তো অন্যায় করে কারো মাথায় বাড়ি দিয়ে টাকা কামাচ্ছি না!
IMG_2941
আকাশে কালো মেঘের দঙ্গল ভিড় করে এসেছে পড়ন্ত বিকেলে, বৃষ্টিদেবতা একবার তার আশ্রয়ে এই জবরজং পোশাকধারীদের নিলে কী যে অকথ্য দুরবস্থা হবে সেই ভাবতে ভাবতেই সবাই চললাম নিরাপদ আশ্রয়ে।
556665_10153075470235497_442859757_n
অনেক অনেক দিন মনে রবে মধ্যযুগের মেলাটির কথা, শৈশবে রবিনহুড, আইভানহো, কালো তীর ইত্যাদি প্রিয় বই পড়ার সময় যে পরিবেশে হারিয়ে যেতে মন চাইত, তেমন কিছুতেই আবিষ্ট ছিলাম কয়েক মুহূর্তের জন্য হলেও, এক ঝলমলে স্বপ্নালোকে, আমারই মনের গহনে যার বসবাস।
60054_10153075470390497_1869597325_n
60056_10153075470115497_578895353_n

YOUR NAMEAbout Me
আসসালামু আলাইকুম। নবীন বাংলা ব্লগ সাইটে ভিজিট করার জন্য আপনাকে স্বাগতম। আসলে এই ব্লগ সাইটটি সম্পূর্ণ ব্যক্তিগত। এবং আমি এই সাইটের এডমিন, মূলত ব্লগিং প্রাকটিস এবং মুক্ত জ্ঞাণ চর্চার জন্যই এই সাইটটি ওপেন করেছি। আমার সাইটের পোস্টগুলো অন্যান্য সুনাম খ্যাত ব্লগ সাইটে সমূহে পাবলিশ করে থাকি তথারুপ টেকটিউন্স, টিউনারপেইজ। ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকব নবীন বাংলা ব্লগে লেখালেখি করার চেষ্টা অব্যাহত থাকবে। এখানে অন্যান্য লেখকদের বাছাই করা পোস্টগুলো পাবলিশ করা হয়। এবং ইচ্ছা করলে আপনিও এই ব্লগের অতিথি লেখক হিসাবে শুরু করতে পারেন।পরিশেষে আমার সাইট কিংবা প্রকাশিত লেখা সম্পর্কে কোন আপনাদের অভিযোগ, মতামত, পরামর্শ থাকলে তা সাদরে গ্রহন করা হবে। আবারো ধন্যবাদ ও শুভেচ্ছা সবাইকে!!
Follow : | | Facebook | Twitter

Post a Comment

 
Top