0

নতুন নতুন পদ্মার তীর ছেড়ে গেছি, সেই দেশের বন্ধুরা জিজ্ঞাসা করে বাড়ীর জন্য, বন্ধুদের জন্য মন বেশী খারাপ করে কিনা? বলি, তা তো করবেই, তবে সবচেয়ে বেশী উচাটন হয়ে উঠি পদ্মার কথা মনে হলে। প্রতিদিন সুপরিচিত বহমান জলধারা দেখে দেখে চোখ অভ্যস্ত, এখন হাজার হ্রদের দেশে শুধুই বিশাল সব হ্রদ দেখি, কুলু কুলু নদী দেখি না ! তারাই একদিন গাড়ী চাপিয়ে নিয়ে গেল এক নদী দেখতে। ছিমছাম শীর্ণ কিন্তু দারুণ পরিপাটী, স্নিগ্ধ বারিধারাটি বাংলাদেশের খালের মত হলেও সেটি আসলেই একটি নদী, নাম কুভানসি। কী যে মোলায়েম আনন্দের আকর ছিল একরত্তি নদীটা ! সুযোগ পেলেই যেতাম তার তীরে নয়ন জুড়োতে।
1235971_10153210174990497_1625671581_n
ভিনগ্রহী নদী, পেরু
526290_10151445691380497_1012525409_n
নেপালের রূপতি নদী
P1110056
আন্দেজের নদী
IMG_5342
নেভা নদীর তীরের লেনিনগ্রাদ ( সেইন্ট পিটার্সবার্গ)
1378881_10153295602245497_161662708_n
পৃথিবী বিখ্যাত কালীগণ্ডকী। উল্লেখ্য, আমাদের গ্রহের অন্যতম উঁচু দুই পর্বতশৃঙ্গের ধবলগিরি ও অন্নপূর্ণার মাঝে অবস্থিত এই কালীগণ্ডকী উপত্যকা বিশ্বের সবচেয়ে গভীরতম উপত্যকা, প্রায় চার ভার্টিকাল মাইল নিচে,এর মধ্য দিয়েই সাবলীল ভঙ্গিতে বয়ে চলা নদীটি ভূ-তাত্ত্বিকদের জন্য যথেষ্ট সমস্যার তৈরি করেছে অনেক বছর ধরে। এর উৎপত্তি আর এই অঞ্চলে প্রাপ্ত জীবাশ্মের সমাহার নিয়ে উদ্ভব হয়েছে অসংখ্য উত্তর না মেলা প্রশ্নের, অনেক বছরের নিবিড় গবেষণার পর যে তথ্য পাওয়া গেছে তা মাথা ঘুরিয়ে দেবার মত, কালীগণ্ডকী নদী হিমালয় পর্বতমালার চেয়েও প্রাচীনতর!! ভূপৃষ্ঠে হিমালয়ের আবির্ভাবের অনেক আগে থেকেই সুউচ্চ পামির মালভূমি থেকে আদি টেথিস সাগর পানে বয়ে চলত এই নদী, প্রায় ১৪ কোটি বছর আগে প্রাচীন মহাদেশ গণ্ডোয়ানাল্যান্ডের সাথে ভারতীয় প্লেটের সংঘর্ষের ফলে হিমালয়ের জন্ম শুরু হলে কালীগণ্ডকী মধ্য দিয়েই পথ খুজে নেই নিচের দিকে সাগর পানে, এমন প্রাচীন নদী জগতে আর দ্বিতীয়টি নেই।
P1110007
কখনো আমি স্বপ্ন দেখি যদি
স্বপ্ন দেখবো একটি বিশাল নদী।
নদীর ওপর আকাশ ঘন নীল
নীলের ভেতর উড়ছে গাঙচিল।
আকাশ ছুঁয়ে উঠছে কেবল ঢেউ
আমি ছাড়া চারদিকে নেই কেউ।
অ্যাভন নামটি শুনলেই সবার মাথায় ঘুরে উঠে শেক্সপীয়ারের সংলাপ, কিন্তু ইতিহাসের আরও একটি মহা গুরুত্বপূর্ণ ঘটনার সাক্ষী এই নদী, ধারণা করা হয় বিশ্বের বিস্ময় স্টোনহেঞ্জ নির্মাণের সময় এই নদী দিয়েই জলপথে বিশালাকায় পাথরগুলো আনা হয়েছিল- বিলেতের সালসবুরি কাউন্টিতে তোলা ছবি-
1377266_10153295815745497_2030190010_n
জাদুদুর্গ দেখতে যেয়ে এই নিরিবিলি চেক দেশীয় সুন্দরীর সাথে দেখা, নাম তার বেরুনকা
1376463_10153304577565497_925270309_n
অলিম্পিকের সজ্জা, টেমস
487266_10151955999745497_1629037916_n
এশিয়ার বাহিরেও যে দুকূল ছাপানো নদী হতে পারে তার প্রমাণ প্রথম পেয়েছিলাম আর্জেন্টিনার প্লেট (প্লাতা) নদী দেখে-
398376_10151206032210497_1808345368_n
প্রমত্তা
1240425_10153196374100497_1884513777_n
মেযপালকদের নদী, আন্দেজ
1233597_10153156902475497_1253571673_n
ফিনল্যান্ডের এসপো শহরের এই পুঁচকে নদীটাকে মানুষ টিকিয়ে রেখেছে বিশাল সব পরিকল্পনা করে, তার উপড়ে শপিং মল হলেও, গাড়ী চলার রাস্তা হলেও সেই বয়ে চলার ধারা ঠিকই অব্যাহত আছে-
1186347_10153207778330497_525415237_n
এস্তোনিয়ার নীল নদী
1185542_10153175289090497_96437425_n
দানিয়ুবের কোলেই অবস্থিত হাঙ্গেরির সংসদ ভবন, যাকে বলা হয় ইউরোপের সবচেয়ে সুন্দর সংসদ
1149003_10153131809310497_1671613284_n
পরী নদী, এই ছিপছিপে নদীটার নাম আসলেই পরী নদী, পূর্ব এস্তোনিয়ায় তার নিবাস
1069383_10153014612880497_962150184_n
আল্পসের বিস্ময়
1069323_10153043399860497_528875952_n
তারতু শহরের এমা নদী, যার অর্থ নদী মাতা !
1044275_10153026669135497_1623049819_n
ক্রোয়েশিয়ার সামোবোর শহরের সাজানো নদীটা
1011772_10152949057200497_1814238111_n
ফিনল্যান্ডের এক বুনো নদী
1010701_10152980676530497_256323051_n
স্লোভেনিয়ার রাজধানী লুবলিয়ানার মাঝ দিয়ে বয়ে চলা লুবলিয়ানিকা নদী, সদ্য বিবাহিতরা তালা ঝুলিয়ে চাবি নদীতে বিসর্জন দেয় যেন তাদের সংসার এই আটকে রাখা তালার মত দৃঢ় হয় এই বিশ্বাসে
1000175_10152955006475497_1009189245_n
দানিয়ুবের গোধূলিলগ্ন
994022_10153262918145497_939157993_n
ভোলতাভা নদী, প্রাগ
970555_10152837368955497_1112173059_n
আর্জেন্টিনার তাইগ্রিসে কিশোরদের নৌকাভ্রমণ
970221_10152926801540497_1579948703_n
সতেজ নদী, কিউবা
969966_10152877392390497_1128974730_n
দক্ষিণ আফ্রিকার এই নদী দেখেই মনে হয়েছিল অভিযাত্রীদের কথা, শংকরের কথা-
36742_10150208083995497_2534364_n
পবিত্র ইনকা উপত্যকা, যেখানে আলুর জন্ম হয়েছিল, সেই নদীটার বিশেষ গুরুত্ব আছে বটে মানব ইতিহাসে!
943238_10152843803230497_1988150374_n
একপাশে বুদা, আরেক পাশে পেস্ট, মাঝে দানিয়ুব!
988690_10153122798115497_7040745_n
স্লোভেনিয়ার ফিরোজা নদী
998346_10152987586920497_1320819126_n
ছলছল
941186_10152978952895497_1109880920_n
সাঁঝের টেমস
561343_10151952935300497_157958885_n
জর্মন দেশের তুবিংগেন শহরের ঝকঝকে নদী
541869_10153295644045497_767748517_n
প্রিয়তমা উরুবামবা, মাচুপিচুর পথে
396116_10151210895190497_371341506_n
ল্যুভ জাদুঘর থেকে দেখা সীন নদী, প্যারিস
17977_408713165496_1603815_n
পরভো শহরের ছবি নদী
395662_10152814725320497_1052316096_n
প্রিয় নদী কানিমার, কিউবা
321379_10150819613270497_1841564170_n
আরনো নদী, ফ্লোরেন্স
285634_10151796829350497_93817058_n
উফিজি গ্যালারী থেকে দেখা আরনো নদী
230555_10150592884740497_7030014_n
নারায়ণী নদীর ভোর, চিতোয়ান বন
281330_10150765340305497_5626043_n
নদীর জলে কার ছায়া গো ?
227173_10150613834750497_5573718_n
ইতিহাস বিধৌত তিবের, রোম
223799_10152104703545497_917304670_n
একটি মৃত নদীর আত্মকাহিনী, তিব্বত
222984_10150612564875497_672683_n
ল্যাপল্যান্ডের স্বর্ণনদী, এই ধরনের নদীতেই সোনা পাওয়া যায়
208364_10150495803845497_5751298_n
বাশিওয়ালার শহর, হ্যামিলনের নদীর নামও হ্যামিলন
69853_10150294458195497_2030402_n
অস্ট্রিয়া- জার্মানির সীমান্তের একটি নদী
66082_10150294462305497_8059452_n
এবং আফ্রিকা
36742_10150208084005497_910612_n
সুমহান নির্জনতা
35898_10151707216865497_838591088_n
তিরলের নদী
33453_10150294462395497_1960040_n
ক্রোয়েশিয়া-স্লোভেনিয়ার সীমান্তের পান্নাসবুজ নদী
5923_10152947345255497_338020156_n
আগেই বলেছি- নদীপ্রধান দেশের মানুষ আমি। শৈশব, কৈশোর কেটেছে পদ্মাতীরের রাজশাহীতে। পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা, কর্ণফুলী, ব্রহ্মপুত্র, নাফ, ইছামতী, ধলেশ্বরী কত অসম্ভব সুন্দর নদীগুলো আমাদের চিরসবুজ পলিমাটির দেশটা তৈরি করেছে লক্ষ হাজার বছর ধরে, তাই কোন দেশে গেলেই সেখানকার স্থানীয় নদী দেখার জন্য মন আনচান করে, হয়ত সেই নদীর তীরে ইতস্তত পথ ভুলে বেড়ানো কোন শিশুকে দেখে রোমন্থন করি নিজের শৈশব, পৃথিবীর সব নদীর জেলেকেই মনে হয় অতি আপন পদ্মাপারের জেলে। সোজা কথায় বলি- আমি নদী জমাই। বিভিন্ন চিত্রবিচিত্র নদী, তাদের বাঁক, লোকজন, জীবনযাত্রার সাথে একাত্নতা বোধ করি।
581320_10152860180275497_698065508_n
বাংলাদেশের কয়েকটি নদী নিয়ে আগে একটি পোস্ট দিয়েছিলাম এইখানে, আজ তাই বিশ্বের অন্যান্য অঞ্চলের নদীরাই থাক সচল জুড়ে প্রবাহমান-
এই পোস্টটি সেই সকল মানুষদের জন্য যারা নদী জমায়, এবং বিশেষ ভাবে সচল পরিবারের সদস্য সাবরিনা শারমীন নদীর জন্য।
শুভ জন্মদিন নদী। ( এই উপলক্ষে তার জাকালো গোঁফের বিখ্যাত বাবা আমাদের রিটন ভাই একখানা ছড়া লিখে শেয়ার দিলে তো আর কিচ্ছু বলারই নেই ! )
555010_10153142336295497_1076977936_n

YOUR NAMEAbout Me
আসসালামু আলাইকুম। নবীন বাংলা ব্লগ সাইটে ভিজিট করার জন্য আপনাকে স্বাগতম। আসলে এই ব্লগ সাইটটি সম্পূর্ণ ব্যক্তিগত। এবং আমি এই সাইটের এডমিন, মূলত ব্লগিং প্রাকটিস এবং মুক্ত জ্ঞাণ চর্চার জন্যই এই সাইটটি ওপেন করেছি। আমার সাইটের পোস্টগুলো অন্যান্য সুনাম খ্যাত ব্লগ সাইটে সমূহে পাবলিশ করে থাকি তথারুপ টেকটিউন্স, টিউনারপেইজ। ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকব নবীন বাংলা ব্লগে লেখালেখি করার চেষ্টা অব্যাহত থাকবে। এখানে অন্যান্য লেখকদের বাছাই করা পোস্টগুলো পাবলিশ করা হয়। এবং ইচ্ছা করলে আপনিও এই ব্লগের অতিথি লেখক হিসাবে শুরু করতে পারেন।পরিশেষে আমার সাইট কিংবা প্রকাশিত লেখা সম্পর্কে কোন আপনাদের অভিযোগ, মতামত, পরামর্শ থাকলে তা সাদরে গ্রহন করা হবে। আবারো ধন্যবাদ ও শুভেচ্ছা সবাইকে!!
Follow : | | Facebook | Twitter

Post a Comment

 
Top