0
ফুল সৌন্দর্যের প্রতীক। অনেক রকম ফুল আমরা চিনি, আবার হরেক রকম ফুলের ভিড়ে অনেক ফুলের কথাই আমাদের কাছে অজানা। সেসব ফুলের মধ্যে অনেকগুলো আবার অন্যান্য ফুলের চেয়ে আলাদা। তেমন কিছু অন্যরকম ফুল নিয়ে আজকের আয়োজন।
অন্যরকম ৭ ফুল


ফ্লেম লিলি: এই ফুলটি এশিয়া ও আফ্রিকার কিছু অঞ্চলে পাওয়া যায়। বৈজ্ঞানিক নাম Gloriosa Superba। পরিবার Colchicaceae । ফুলটি লাল ও হলুদ রঙের হয়। পাপড়িগুলো ঢেউ খেলানো। জিম্বাবুয়ের জাতীয় ফুল ফ্লেম লিলি।
undefined
বি অর্কিড: মৌমাছির মতো দেখতে এই অর্কিড। অর্কিড পরিবারের এই ফুলের বৈজ্ঞানিক নাম Ophrys Apifera। ফুলটি মেডিটেরেনিয়ান অঞ্চলে দেখা যায়। হঠাৎ করে দেখলে হাসিমুখ মৌমাছি ভেবে চমকে যাবেন যে কেউ।
undefined
কর্পস লিলি: কর্পস লিলি বিশ্বের সবচেয়ে বড় ফুল। তবে এটির গন্ধ নাকে এলে আর রক্ষে নেই। মাংসপচা গন্ধ বের হয় ফুলটি থেকে। এটির ওজন ১১ কেজি পর্যন্ত হতে পারে। কর্পস লিলির বৈজ্ঞানিক নাম Rafflesia Arnoldii। বিরল এই ফুলটি পাওয়া যায় সুমাত্রা দ্বীপ ও ইন্দোনেশিয়ায়।
undefined
বার্ড অব প্যারাডাইস: বার্ড অব প্যারাডাইস ফুলটি দেখতে পাখির মতো। Strelitziaceae পরিবারের ফুলটির বৈজ্ঞানিক নাম Strelitzia reginae। ক্রেন ফ্লাওয়ার নামেও পরিচিত বার্ড অব প্যারাডাইস। দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায় এ ফুল।
undefined
হুয়েরনিয়া অকুলাটা: Apocynaceae পরিবারের ফুল Huernia Oculata। এটি শুকনো আবহাওয়ায় জন্মে। সচরাচর দেখা যায় না ফুলটি।

স্নেক’স হেড: Liliaceae পরিবারের ফুল স্নেক’স হেডের বৈজ্ঞানিক নাম Fritillaria meleagris। ফুলটিকে chess flower, frog-cup, guinea-hen flower, leper lily, Lazarus bell, checkered lily ইত্যাদি নামে ডাকা হয়।
undefined
টর্চ জিঞ্জার: টর্চ জিঞ্জারের বৈজ্ঞানিক নাম Etlingera elatior। টুকটুকে লাল রঙের ফুলটিকে কোস্টারিকার বাগানগুলোতে দেখা যায়। এছাড়াও আরো কিছু জায়গায়ও পাওয়া যায় এটি।
তথ্যসূত্র: বার্তা নিউজ সাইট হতে।

YOUR NAMEAbout Me
আসসালামু আলাইকুম। নবীন বাংলা ব্লগ সাইটে ভিজিট করার জন্য আপনাকে স্বাগতম। আসলে এই ব্লগ সাইটটি সম্পূর্ণ ব্যক্তিগত। এবং আমি এই সাইটের এডমিন, মূলত ব্লগিং প্রাকটিস এবং মুক্ত জ্ঞাণ চর্চার জন্যই এই সাইটটি ওপেন করেছি। আমার সাইটের পোস্টগুলো অন্যান্য সুনাম খ্যাত ব্লগ সাইটে সমূহে পাবলিশ করে থাকি তথারুপ টেকটিউন্স, টিউনারপেইজ। ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকব নবীন বাংলা ব্লগে লেখালেখি করার চেষ্টা অব্যাহত থাকবে। এখানে অন্যান্য লেখকদের বাছাই করা পোস্টগুলো পাবলিশ করা হয়। এবং ইচ্ছা করলে আপনিও এই ব্লগের অতিথি লেখক হিসাবে শুরু করতে পারেন।পরিশেষে আমার সাইট কিংবা প্রকাশিত লেখা সম্পর্কে কোন আপনাদের অভিযোগ, মতামত, পরামর্শ থাকলে তা সাদরে গ্রহন করা হবে। আবারো ধন্যবাদ ও শুভেচ্ছা সবাইকে!!
Follow : | | Facebook | Twitter

Post a Comment

 
Top