0
আসসালামুয়ালাইকুম... কথা না বাড়িয়ে সরাসরি আজকের Apps "Easy_Touch" এর দিকে যাচ্ছি...!
উবুন্টু স্মার্টফোনে Home বাটন থাকবে না, বেশ ভাল ! কারণ অনেকেরই কিছু দিন পরে  Home বাটনে Problem আসে, পরে Searvicng Center এ গিয়ে অনেক টাকা গুনতে হয় । নিশ্চিত ভাবে এই অ্যাপসটা আপনার Home বাটনের উপর চাপ কমাবে ৯০%  ।  i-Phone এর ডিবাইসগুলোতে  "Easy Touch" এর প্রথম ব্যবহার । এখন আপনি চাইলে আপনার Android Smart Phone এ ও এটা Use করতে পারবেন । নিচের লিঙ্ক থেকে APK টা নামিয়ে নিন, আর রক্ষা করুন Home বাটন এর উপর অত্যাচার ! 

ডাউনলোড লিঙ্ক : http://www.ansupload.com/2Vg/et.rar   [Size: 1.3 MB, Password: foysal]

অ্যাপসটা Install দেয়ার পর Screein এ চারকোণার বিতর একটা বৃত্ত দেখা যাবে, যেটায় টেপ করলেই নতুন একটা উইন্ডো চলে আসবে । সেখান থেকে Home এ টেপ করলেই আপনি Home Scrieen এ চলে আসবেন । এই উইন্ডোর উপর আঙ্গুল দিয়ে Swape করলে Next Window আসবে । সেখান থেকে One Tap RAM ক্লিনিং  ছাড়াও Easy Touch মেনুর ভিতর গিয়ে উইন্ডোর এখানে পছন্দসই অপশন অ্যাড করতে পারবেন । আর রুট User হলে সরাসরি মেনুতে আসার অপশন ও সয়ংকিয় হবে ।
আমি জানি সবাই হয়ত অ্যাপসটা  Use করেন, বা আপনার কাছে অনেক পুরাতন... নতুন একজন ও যদি পোস্টটা পড়ে উপকৃত হয়, তবেই সার্থক ! আজকের মত টা টা... আল বিদা । 

YOUR NAMEAbout Me
আসসালামু আলাইকুম। নবীন বাংলা ব্লগ সাইটে ভিজিট করার জন্য আপনাকে স্বাগতম। আসলে এই ব্লগ সাইটটি সম্পূর্ণ ব্যক্তিগত। এবং আমি এই সাইটের এডমিন, মূলত ব্লগিং প্রাকটিস এবং মুক্ত জ্ঞাণ চর্চার জন্যই এই সাইটটি ওপেন করেছি। আমার সাইটের পোস্টগুলো অন্যান্য সুনাম খ্যাত ব্লগ সাইটে সমূহে পাবলিশ করে থাকি তথারুপ টেকটিউন্স, টিউনারপেইজ। ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকব নবীন বাংলা ব্লগে লেখালেখি করার চেষ্টা অব্যাহত থাকবে। এখানে অন্যান্য লেখকদের বাছাই করা পোস্টগুলো পাবলিশ করা হয়। এবং ইচ্ছা করলে আপনিও এই ব্লগের অতিথি লেখক হিসাবে শুরু করতে পারেন।পরিশেষে আমার সাইট কিংবা প্রকাশিত লেখা সম্পর্কে কোন আপনাদের অভিযোগ, মতামত, পরামর্শ থাকলে তা সাদরে গ্রহন করা হবে। আবারো ধন্যবাদ ও শুভেচ্ছা সবাইকে!!
Follow : | | Facebook | Twitter

Post a Comment

 
Top