0
নিচের ছবিগুলো কোনো দক্ষ চিত্রী শিল্পীর তুলির আঁচড়ে তৈরি নয়।

ব্রিটিশ সংবাদ মাধ্যমে টেলিগ্রাফের তথ্য মতে, ২ কোটি ৪ লাখ বছর ধরে বিভিন্ন রংয়ের বালুপাথর ও খনিজ জমাটবদ্ধ হয়ে হয়ে শক্ত পাথরে তৈরি হয়ে এমন দৃশ্যের সৃষ্টি হয়েছে।
প্রাচীরের দেশে পর্যটক আকর্ষণের অন্যতম স্থান এ রংধনু পাহাড়।
মনকাড়ানো সৌন্দর্যের জন্য ২০১০ সালে ব্রাজিলের রাজধানী ব্রাসিলিয়ায় ৩৪তম বৈঠকে দানশিয়া ল্যান্ডফরমকে বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেয় ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ কমিটি।
ইউনেস্কোর বক্তব্য, এটি অদ্বিতীয় বৈশিষ্ট্যের তা কখনও অন্য কোনো সাইট দিয়ে পরিমাপ করা যাবে না। চীনের দানশিয়ার অসাধারণ সাবর্জনীন ও বৈশ্বিক মূল্য রয়েছে।

YOUR NAMEAbout Me
আসসালামু আলাইকুম। নবীন বাংলা ব্লগ সাইটে ভিজিট করার জন্য আপনাকে স্বাগতম। আসলে এই ব্লগ সাইটটি সম্পূর্ণ ব্যক্তিগত। এবং আমি এই সাইটের এডমিন, মূলত ব্লগিং প্রাকটিস এবং মুক্ত জ্ঞাণ চর্চার জন্যই এই সাইটটি ওপেন করেছি। আমার সাইটের পোস্টগুলো অন্যান্য সুনাম খ্যাত ব্লগ সাইটে সমূহে পাবলিশ করে থাকি তথারুপ টেকটিউন্স, টিউনারপেইজ। ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকব নবীন বাংলা ব্লগে লেখালেখি করার চেষ্টা অব্যাহত থাকবে। এখানে অন্যান্য লেখকদের বাছাই করা পোস্টগুলো পাবলিশ করা হয়। এবং ইচ্ছা করলে আপনিও এই ব্লগের অতিথি লেখক হিসাবে শুরু করতে পারেন।পরিশেষে আমার সাইট কিংবা প্রকাশিত লেখা সম্পর্কে কোন আপনাদের অভিযোগ, মতামত, পরামর্শ থাকলে তা সাদরে গ্রহন করা হবে। আবারো ধন্যবাদ ও শুভেচ্ছা সবাইকে!!
Follow : | | Facebook | Twitter

Post a Comment

 
Top