0
আশাকরি আপনারা ভাল আছেন এবং সুস্থ আছেন।আপনাদের আর্শীবাদে আমিও ভাল আছি।
আমরা যারা মোবাইলে ফেসবুক ব্যাবহার করি তারা ফেসবুকে বন্ধুদের সাথে চ্যাট করার জন্য বিভিন্ন অ্যাপলিকেশন ব্যাবহার করে থাকি।যেমন: Nimbuzz,Ebuddy,Facebookchat ইত্যাদি।
যাহোক,মোবাইল ব্যাবহারকারীদের চ্যাটিং এর জন্য বিভিন্ন অ্যাপলিকেশন ব্যাবহারের অন্যতম কারণ এগুলোর বাড়তি ফিচার।আর সবচেয়ে বড় বিষয় হল আমরা সাধারণত যেসব Web browser ব্যাবহার করি এগুলো অনলাইন Contact লিস্ট শো করেনা,মানে সাধারণ Browser এ কে বা কারা অনলাইনে আছে তা শো করেনা।
সে ক্ষেত্রে আমাদের কে অনেকটা অন্ধের মত ফেসবুক Browse করতে হয়।
যাহোক একবার ভাবুন তো যদি আপনার মোবাইল এর সাধারণ Browser এ (Opera,Uc or anyother) কে বা কারা অনলাইনে আছে তা শো করে তাহলে কেমন হয়?নিশ্চয় মন্দ হয়না।হ্যা ফেসবুক মোবাইল ব্যাবহারকারীদের কথা মাথায় রেখে যুক্ত করেছে এই নতুন ফিচার।
অর্থাত্‍ এখন থেকে আপনি ফেসবুক ব্যাবহার করার সময় দেখতে পারবেন আপনার বন্ধুদের মধ্যে কে বা কারা অনলাইনে আছে।
নিচের চিত্র দেখুন এইটা ফেসবুক এর হোম পেজ,যেখানে chat নামে নতুন একটা অপশন যুক্ত হয়েছে।
Chat ক্লিক করলে দেখতে পারবেন কে বা কারা অনলাইনে আছে,নিচের চিত্রের মত।
আশাকরি এই অপশনটা আপনার অনেক খানি সময় বাচিয়ে দিবে।
বিশ্বাস না হলে নিচের লিংক Browse করে দেখুন। http://m.facebook.com
আজ এ পর্যন্ত।সবাই ভাল থাকুন,সুস্থ থাকুন,বিজ্ঞান ও প্রযুক্তির সাথে থাকুন।হ্যাপি ফেসবুকিং!

YOUR NAMEAbout Me
আসসালামু আলাইকুম। নবীন বাংলা ব্লগ সাইটে ভিজিট করার জন্য আপনাকে স্বাগতম। আসলে এই ব্লগ সাইটটি সম্পূর্ণ ব্যক্তিগত। এবং আমি এই সাইটের এডমিন, মূলত ব্লগিং প্রাকটিস এবং মুক্ত জ্ঞাণ চর্চার জন্যই এই সাইটটি ওপেন করেছি। আমার সাইটের পোস্টগুলো অন্যান্য সুনাম খ্যাত ব্লগ সাইটে সমূহে পাবলিশ করে থাকি তথারুপ টেকটিউন্স, টিউনারপেইজ। ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকব নবীন বাংলা ব্লগে লেখালেখি করার চেষ্টা অব্যাহত থাকবে। এখানে অন্যান্য লেখকদের বাছাই করা পোস্টগুলো পাবলিশ করা হয়। এবং ইচ্ছা করলে আপনিও এই ব্লগের অতিথি লেখক হিসাবে শুরু করতে পারেন।পরিশেষে আমার সাইট কিংবা প্রকাশিত লেখা সম্পর্কে কোন আপনাদের অভিযোগ, মতামত, পরামর্শ থাকলে তা সাদরে গ্রহন করা হবে। আবারো ধন্যবাদ ও শুভেচ্ছা সবাইকে!!
Follow : | | Facebook | Twitter

Post a Comment

 
Top