0
আলফ্রেড নোবেল
নোবেল পুরস্কার প্রদান করা হয় সুইডিশ রসায়নবিদ, উদ্ভাবক ও শিল্পপতি আলফ্রেড বার্নাড নোভেল - এর নামানুসারে। নোভেল পুরস্কার প্রাপ্তদের নোবেল লরিয়েট বলা হয়
১.নোবেল পুরস্কার প্রদান করা হয় ৬ টি ক্ষেত্রে :

i.সাহিত্য ii.পদার্থবিদ্যা iii.অর্থনীতি iv. চিকিৎসাশান্ত্র
v. শান্তি vi.রসায়ন


২.৬টি ক্ষেত্রে নোবেল পুরস্কার প্রদানের নেপথ্যে কাজ করে ৪ টি
প্রতিষ্ঠান।

৩.নোভেল পুরস্কার এর জন্য আলফ্রেড নোবেল উইল করে যান ৩১ কোটি ১০ লাখ সুইডিশ ক্রোনার

৪.নোবেল পুরস্কার এর বর্তমান অর্থমূল্য ১ কোটি সুইডিশ ক্রোনার বা ১০ লাখ ৭০ হাজার ইউরো বা ১৩ লাখ ৭০ হাজার ডলার

৫.ইতিহাসের সবচেয়ে কম অর্থমূল্য ছিল ১৯২৩ সালে; ১,১৪,৯৩৫ সু্ইডিশ ক্রোনার।

৬. নোবেল পুরস্কার ঘোষণা করা হয়
অক্টোবর মাসে।

৭. প্রতি বছর নোবেল পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করা হয় ১০ ডিসেম্বর ; নোবেল এর মৃত্যু
দিবসে ।

৮.নোবেল পুরস্কার এর ইতিহাসে পুরস্কার দেয়া হয়নি ১৯৪০, ১৯৪১, ১৯৪২ সালে ।

৯. পদার্থবিদ্যা ও রসায়নে নোবেল পুস্কার প্রদান করে সুইডিশ একাডেমী অব সায়েন্সেস ।

১০. ২০০৯ পর্যন্ত পদার্থবিদ্যায় নোবেলজয়ী ব্যক্তিত্ব ১৮৭ জন।

কিছু মানুষ যারা পেয়েছিলেন নোবেল প্রাইজ :

১১.পদার্থবিদ্যায় সর্বপ্রথম নোবেল পুরস্কার পান উইলহেম কনরাড রন্টজেন (জার্মানি)।

১২.পদাথর্থবিদ্যা ও রসায়ন উভয়ক্ষেত্রেই প্রথম নোবেলজয়ী নারী মাদাম কুরি
মাদাম কুরি

১৩. পদাথর্থবিদ্যায় নোবেলজয়ী নারী ২ জন।

১৪. পদার্থবিদ্যায় দু’বার নোবেলজয়ী একমাত্র ব্যক্তিত্ব
জন বার্ডেন ১৯৫৬ ও ১৯৭২।

১৫. পদাথর্থবিদ্যায় সবচেয়ে কমবয়সী নোবেলজয়ী লরেন্স ব্রাগ (২৫ বছর বয়সে)
লরেন্স ব্রাগ

১৬.পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার দেয়া হয়নি ৬ বার :
১৯১৬, ১৯৩১, ১৯৩৪, ১৯৪০, ১৯৪১, ও ১৯৪২ সালে।

১৭. ২০০৯ পর্যন্ত রসায়নে নোবেলজয়ী ব্যক্তিত্ব ১৫৬ জন।

১৮.রসায়নে নোবেলজয়ী নারী ৩ জন।

১৯.রসায়নে সবর্বপ্রথম নোবেল পুরস্কার পান জ্যোকে বাস ভ্যাটহফ (নেদারল্যান্ড)।

২০.রসায়নে দু’বার নোবেলজয়ী একমাত্র ব্যক্তিত্ব এফ স্যাঙ্গার (১৯৫৮ ও ১৯৮০)।
এফ সাঙ্গার

২১.রসায়নে নোবেলজয়ী পিতা-পুত্র আর্থার কর্নবার্গ (১৯৫৯) ও রজার ডি কর্নবার্গ (২০০৬)।
আর্থার কনবার্গরজার কনবার্গ

২২.চিকিৎসাশান্ত্রে নোবেলজয়ী নারী ১০ জন।

২৩. চিকিৎসা শান্ত্রে সর্বপ্রথম নোবেল পুরস্কার পান লিফন বিহরিং (জার্মানি) ।

২৪. চিকিৎসাশান্ত্রে এশিয়ার প্রথম নোবেল বিজয়ী এইচ জিখোরনা (ভারত) ; ১৯৬৮।

২৫. নোবেল জয়ী প্রথম এবং একমাত্র বাংলাদেশী ড.মুহাম্মদ ইউনূস; শান্তিতে ২০০৬।

 

YOUR NAMEAbout Me
আসসালামু আলাইকুম। নবীন বাংলা ব্লগ সাইটে ভিজিট করার জন্য আপনাকে স্বাগতম। আসলে এই ব্লগ সাইটটি সম্পূর্ণ ব্যক্তিগত। এবং আমি এই সাইটের এডমিন, মূলত ব্লগিং প্রাকটিস এবং মুক্ত জ্ঞাণ চর্চার জন্যই এই সাইটটি ওপেন করেছি। আমার সাইটের পোস্টগুলো অন্যান্য সুনাম খ্যাত ব্লগ সাইটে সমূহে পাবলিশ করে থাকি তথারুপ টেকটিউন্স, টিউনারপেইজ। ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকব নবীন বাংলা ব্লগে লেখালেখি করার চেষ্টা অব্যাহত থাকবে। এখানে অন্যান্য লেখকদের বাছাই করা পোস্টগুলো পাবলিশ করা হয়। এবং ইচ্ছা করলে আপনিও এই ব্লগের অতিথি লেখক হিসাবে শুরু করতে পারেন।পরিশেষে আমার সাইট কিংবা প্রকাশিত লেখা সম্পর্কে কোন আপনাদের অভিযোগ, মতামত, পরামর্শ থাকলে তা সাদরে গ্রহন করা হবে। আবারো ধন্যবাদ ও শুভেচ্ছা সবাইকে!!
Follow : | | Facebook | Twitter

Post a Comment

 
Top